স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
অনুকবিতা হলো আমার এক প্রশান্তির উৎস। কারণ মাঝে মাঝে অনুকবিতা লেখার মাধ্যমে নিজের মনের মাঝে থাকা দুঃখ বা আবেগ অনুভূতি শেয়ার করতে পারি। কখনো বা আবার কল্পনাকে কবিতার মাঝে ঠাঁই দেয়া যায়।আজকের অনুকবিতাগুলোতে বেশিরভাগ কিছু অনুভূতি ব্যক্ত করার চেষ্টা করেছি।যাইহোক আজকের পোস্টে আমি ভিন্ন ভিন্ন কিছু অনুকবিতা শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লাগবে।
(১)
নীল আকাশের বুক জুড়ে সাদা মেঘের খেলা,
স্বপ্ন ভেসে বেড়ায় সেখানে, আঁকে রঙের মেলা।
পাখিরা যায় ডানা মেলে, গানের সুরে ভাসে,
সূর্য হাসে মিষ্টি চোখে, আলোকে ভালোবেসে।
দূর দিগন্তে মিশে যায় যত আশা প্রত্যাশা,
নীল আকাশে লেখা থাকে মনের সকল হতাশা।
(২)
সবুজ ঘেরা বন বাগিচায় বাজে পাখির গান,
চুপটি করে শোনে ধরণী, জেগে ওঠে প্রাণ।
ঝরনার জল গড়িয়ে পড়ে পাথর বেয়ে নামে,
ছায়া দিয়ে দাড়িয়ে আছে গাছেরা আপন মনে।
(৩)
বসন্ত আসে ফুলের ডালে রঙ ছড়িয়ে হেসে,
কোকিল গায় প্রেমের সুরে সকাল বেলায় ভেসে।
পলাশ শিমুল রাঙা হয়ে বনের মাঝে নাচে,
হাওয়া বয়ে সুবাস আনে মনের কথার ধাঁচে।
(৪)
চোখে চোখে কথা ঝরে, মনের মাঝে ঢেউ,
প্রেম আসে নীরব আবেশে জানে না তো কেউ,
হৃদয় জুড়ে বাজে সুর এক অচেনা ঘোরে,
নাম না জানা ভালবাসা স্বপ্ন হয়ে ঝরে।
ছোঁয়া ছাড়া বোঝা যায় সেই গভীর টান,
প্রেম মানে শুধু কাছে নয়, মনেই থাকে স্থান।
(৫)
নিঃশব্দ রাতে জেগে ওঠে হারানো সেই স্বর,
তোমার স্পর্শ মনে পড়লেই অশ্রুজলে ভর।
ভালোবাসা ছিল যেন এক নীরব আর্তনাদ,
চোখের কোণে জমে থাকে না বলা অবসাদ।
তুমি ছিলে হৃদয়ের এক অপূর্ণ কবিতা,
যার ছন্দে আজও বাজে একাকী প্রণয়গাঁথা।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | একগুচ্ছ অনুকবিতা |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি আজকে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন আপু। আপনার লেখা অনু কবিতা মাঝেমধ্যেই পড়া হয়। আজকেও প্রত্যেকটা কবিতা পড়ে বেশ ভালো লাগলো। বিশেষ করে প্রথম এবং ৪ নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো। ধন্যবাদ আপু এত সুন্দর একগুচ্ছ কবিতা শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের অনু কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতাগুলো পড়তে খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে সবগুলো অনুকবিতা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর অনু কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি।
আপনি অনেক সুন্দর মনমুগ্ধকর একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার এই অনু কবিতায় আমার সবথেকে একটি লাইন পছন্দ হয়েছে সেটি হল "নীল আকাশে লেখা থাকে মনের সকল হতাশা।" আপনার কবিতার লাইনগুলোর সাথে আমি অনেকটাই রিলেট করতে পারছি। অনেক ভালো লাগলো আপনার কবিতাগুলো পড়ে। ধন্যবাদ।
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখলেন। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়। আপনি প্রতিনিয়ত চেষ্টা করায় এত সুন্দর অনু কবিতা লিখতে পারছেন। এরকম অনু কবিতা গুলো পড়লে মনটা ভালো হয়ে যায়।আপনার লেখা প্রতিটা অনু কবিতা দারুন ছিল বলতেই হচ্ছে এটা।
আজকে আপনি খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। তবে এটি ঠিক অনু কবিতার মধ্যে নিজের অনুভূতি দুঃখ কষ্ট গুলো প্রকাশ করা যায়। তবে আপু আপনার অনু কবিতাগুলো সব সময় অসাধারণ হয়। আর আপনার অনু কবিতাগুলো পড়তে আমার কাছে এমনিতে লাগে। আজকেও আপনি সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বাহ বেশ সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখেছেন তো। আপনার কবিতা আমি মোটামুটি পড়ে থাকি মাঝে মধ্যেই চোখের সামনে এলে। খুব সুন্দর লেখেন বিশেষ করে শব্দ প্রয়োগ এবং বাক্য গঠনে আপনার হাত কিন্তু চমৎকার। কবিতায় কাব্য না থাকলে ভালো লাগে না আর আপনার কবিতা গুলোতে কাব্য ভরপুর।
1 | https://x.com/bristy110/status/1910622046003867779
2 | https://x.com/bristy110/status/1910747334897549408
3 | https://x.com/bristy110/status/1910749702301098078
4 | https://x.com/bristy110/status/1910750314761756971
5 | https://x.com/bristy110/status/1910750859534725553
6 | https://x.com/bristy110/status/1910751776946450667
7 | https://x.com/bristy110/status/1910752422433005868
8 | https://x.com/bristy110/status/1910752940698349777
9 | https://x.com/bristy110/status/1910753391980003438