ন্যায় বিচার।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ন্যায় বিচার সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে বিচারের ক্ষেত্রে আমার মনে হয় সবার সমান হওয়া উচিত। কেননা মানুষ যদি মানুষের অবস্থান থেকে তাদের বিচার করে তাহলে সেটি কিন্তু ভুল হবে। একটা জিনিস আমরা আমাদের সমাজে দেখতে পাই যে একই ধরনের ভুল যদি বিভিন্ন শ্রেণীর লোক করে তাহলে বিভিন্ন শ্রেণীর লোকের ক্ষেত্রে সেই ভুলের শাস্তিটা আলাদা আলাদা হয়ে থাকে। আসলে এই জিনিসটা আমাদের একটা ভুল জিনিস। অর্থাৎ আমরা যদি মানুষকে আলাদা আলাদা ভাবে দেখে থাকি এবং তাদের শাস্তির ক্ষেত্রেও আলাদা আলাদা ধরনের হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি হবে। আমরা মনে করি যে এই পৃথিবীতে মানুষ যে শ্রেণির হোক না কেন সকল ক্ষেত্রে কিন্তু মানুষের সমান অধিকার থাকে।
আর এই সমান অধিকারের ক্ষেত্রে যেমন তারা সমাজ থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করবে এবং একই সাথে কোন খারাপ কাজ করলে সবার একই ধরনের শাস্তি হবে। আসলে বর্তমান সময়ে ন্যায় বিচার আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। কেননা একজন মানুষ আপনার ক্ষেত্রে এক ধরনের ন্যায় বিচার করবে এবং আরেকজন মানুষ আপনার কাছে আরেক ধরনের ন্যায় বিচার করবে। আমার মনে হয় যে এই পৃথিবীতে যা কিছুই হোক না কেন সবসময় বিচারটা সঠিক রাখা উচিত। কেন অন্যায়ের ক্ষেত্রে মানুষের অবস্থান আমরা কখনোই বিবেচনা করব না। বরং আমরা এটা দেখব যে মানুষ যে ধরনের অন্যায় কাজ করেছে তাকে ঠিক সেই ধরনের বিচার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এতে করে আমাদের মধ্যে পার্থক্যের সৃষ্টি হবে না।
তবুও কিছু কিছু লোক রয়েছে যারা সব সময় চেষ্টা করে যে কি করে এইসব খারাপ মানুষদের কাছ থেকে স্বার্থ বুঝে নিয়ে তাদেরকে কম শাস্তি দেবে এবং যারা গরিব মানুষের রয়েছে তাদের উপরে বেশি শাস্তি প্রয়োগ করবে। আসলে এটি আমার মুখের কথা নয় বরং আপনারা সবসময় দেখতে পান এই জিনিসগুলো। আসলে বাস্তবতার সঙ্গে এখন বর্তমানে কোন মিল আমরা খুঁজে পাই না। কেননা মানুষ মুখে মুখে অনেক ধরনের ন্যায় কথা বলে এবং ন্যায় বিচার করে কিন্তু বাস্তবতার ক্ষেত্রে এটি আমরা সম্পূর্ণ উল্টো ধরনের দেখতে পাই। আসলে আমাদের মন মানসিকতার পরিবর্তন এখনো সঠিকভাবে হয়নি। আসলে যেদিন আমাদের মন মানসিকতার সঠিকভাবে পরিবর্তন হবে তবে কিন্তু আমাদের দেশ থেকে বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড উঠে যাবে।
এছাড়াও মানুষের মধ্যে ন্যায় বিচারের জন্ম নেবে। আমার মনে হয় সর্বপ্রথম মানুষকে মানুষ হিসেবে গণ্য করা উচিত এবং সকল ক্ষেত্রে ন্যায় বিচার করা উচিত। এভাবে যদি আমরা ন্যায় বিচার করে সমাজে চলাচল করতে পারি তাহলে যে কোন শ্রেণীর লোক সবসময় ভালোভাবে চলার চেষ্টা করবে এবং কেউ কখনো তাদের অর্থের অহংকার করবে না। আসলে আমার মনে হয় সবাইকে এইভাবে চলা উচিত এবং একটা নতুন সমাজ গঠন করা উচিত যেখানে সবাই মিলে একসঙ্গে বসবাস করবো এবং সকল ক্ষেত্রে আমরা ন্যায় জিনিস পাব। কেননা ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে কিন্তু। আসলে এভাবে আমরা একটা এমন দেশ গঠন করব যেখানে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করবো এবং সামনের দিকে এগিয়ে যাব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনার পোস্টটি পড়ে প্রচলিত একটি প্রবাদ বাক্যের কথা মনে পরে গেল, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আপনি ঠিকেই বলেছেন ভাইয়া, আমাদের সমাজ থেকে ন্যায় বিচার উঠে যাচ্ছে। মুখ দেখে বা সামাজিক অবস্থা দেখে বিচার হচ্ছে। সাধারণের জন্য ন্যায় বিচার অনেক দূরে। সবক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ায়, সমাজে অনেকটা জোর যার মুল্লক তার অবস্থা চলছে! আপনার আজকের পোস্টটি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মানুষ পৃথিবীর সব থেকে স্বার্থপর প্রাণী। তারা কোন কিছুর ধার ধারে না। নিজের স্বার্থের উপরে মানুষ আর কবেই বা কিছু ভাবতে পেরেছে। কিন্তু যখন বিচার ব্যবস্থায় তার সঠিক বিচার হয় না তখন সব থেকে বেশি খারাপ লাগার জন্ম হয়। বিচার আসলে সকলের জন্য একই হওয়া উচিত। এবং সেখানে খারাপ মানুষরা শাস্তি পাওয়া উচিত। কিন্তু বাস্তবে তার সব সময় হয় কই। আপনার পোস্ট সেই প্রসঙ্গে বেশ প্রাসঙ্গিক বলেই মনে হল।
এইজন্যই হয়তো আইনের চোখ অন্ধ। যেন ধনী গরীব সবাই ন্যায় বিচার পাই। কিন্তু এখন আর সেই ন্যায় বিচার কোথায়। এক শ্রেণির মানুষ তো অর্থ ক্ষমতা দিয়ে আইনটাও নিজের মতো করে চালনা করছে। গরীবের জন্য এই আইন অনেক কঠিন। কিন্তু ধনীর জন্য সহজ।