মানুষ পৃথিবীর সব থেকে স্বার্থপর প্রাণী। তারা কোন কিছুর ধার ধারে না। নিজের স্বার্থের উপরে মানুষ আর কবেই বা কিছু ভাবতে পেরেছে। কিন্তু যখন বিচার ব্যবস্থায় তার সঠিক বিচার হয় না তখন সব থেকে বেশি খারাপ লাগার জন্ম হয়। বিচার আসলে সকলের জন্য একই হওয়া উচিত। এবং সেখানে খারাপ মানুষরা শাস্তি পাওয়া উচিত। কিন্তু বাস্তবে তার সব সময় হয় কই। আপনার পোস্ট সেই প্রসঙ্গে বেশ প্রাসঙ্গিক বলেই মনে হল।