আসলে আমরা প্রকৃতির উপরে যে পরিমাণ টর্চার করছি সেই হিসেবে তো অনাবৃষ্টি হওয়া অনিবার্য।একটা সময় প্রচুর বৃষ্টি হতো মানুষজন উজান মাছ ধরার জন্য পুকুর পাড়ে অপেক্ষা করত। রাত্রিবেলা টর্চ লাইট নিয়ে বের হতো কোছ নিয়ে মাছ ধরার জন্য। যদিও এই দৃশ্য গুলো এখনকার জেনারেশন শুধু গল্পেই শুনে যাবে, হয়তো দেখবে না। আমাদের প্রকৃতির উপর অত্যাচার আমাদের জন্য কূফল বয়ে আনছে। যেমন বৃষ্টি হচ্ছে না আর সামনে খরাও দেখা যাবে এবং যে পরিমাণ রোদের টেম্পারেচার বাড়ছে কি হয় আল্লাই জানে।