স্বরচিত কবিতাঃ মনের মাধুরী।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ মনের মাধুরী।
মনের মাধুরী মিশিয়ে তোমায়,
বেসেছি আমি ভালো।
তোমায় কাছে পেলে যেন,
দূর হয় আধার কালো।
মন পিঞ্জিরায় থাকো তুমি,
রবে তুমি চিরকাল।
তোমায় নিয়ে উত্তাল সমুদ্রে,
মনের খুশিতে তুলব পাল।
তুমি আমার সকাল বেলা,
তুমি আমার দুপুর।
তুমি আমার গোধূলি বিকেল,
তুমি আমার সুখের প্রহর ।
তোমার পানে চেয়ে থাকে,
আমার অবলা এই মনটা।
তুমি এসে ভালোবেসে,
জুড়াও আমার প্রাণটা।
ঘোর অন্ধকার রাতে ওগো,
তুমি আমার পূর্ণিমা।
তুমি ছাড়া এই দুনিয়ায়,
আমি আর কিছু চাই না।
থাকবে তুমি হৃদয় মাঝে,
রবে তুমি জনম ভর।
তোমার ছোঁয়ায় আমি আবার,
ভুলে যাব সব দুঃখের বহর।
কবিতার মর্ম কথা |
---|
প্রিয় মানুষ কাছে থাকলে সব সময় মনের মাঝে ভালো লাগা কাজ করে। প্রিয় মানুষ যখন দূরে থাকে তখন অনেক খারাপ লাগে। আর আমি মনে করি এটাই বাস্তবতা আর এটাই হওয়া উচিৎ। আজকে তাই এমনই কিছু অনুভূতি এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি। আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
![](https://steemitimages.com/640x0/https://i.imgur.com/p1KbLM8.png)
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1889153005439824287
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতায় সবথেকে ভালো প্রেমের কথা লেখা যায়। এ কথা আমরা পূর্ববর্তী সময়েও বারবার প্রমাণ পেয়েছি। আপনি সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখে ব্লগে আমাদের সাথে শেয়ার করলেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আর নিজেও মনে মনে কয়েকবার পাঠ করে নিলাম। ভালোবাসার পংক্তিগুলো বেশ ঠাস বুনোটে লেখা হয়েছে।
আসলে কম বেশি সবার জীবনেই ব্যস্ততা রয়েছে। তারপরও আমাদের সবকিছু সামলিয়ে কাজ করতে হয়। ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। খুব সুন্দর ভাবে সবগুলো লাইন সাজিয়ে গুছিয়ে লিখেছেন। প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতা টা দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
আসলে ব্যস্ততা হচ্ছে আমাদের জীবনের অংশ। তবে ব্যস্ত থাকা কিন্তু আসলেই খুব ভালো। যাইহোক আপনি প্রফেশনাল কবি না হলেও, আপনি কিন্তু আসলেই বেশ ভালো কবিতা লিখতে পারেন। কারণ আপনার প্রতিটি কবিতা খুবই সুন্দর হয়। বরাবরের মতো এই কবিতাটি পড়েও ভীষণ ভালো লাগলো ভাই। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রিয়জনকে ভালোবাসে খুব চমৎকার ভাবে হৃদয়ের অনুভূতি কবিতার ছন্দে শেয়ার করেছেন । আপনার মনের মাধুরী কবিতাটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। আসলে প্রিয়জন কাছে থাকলে মনের সব অশান্তি দূর হয়ে যায় হৃদয়ের মাঝে প্রশান্তি ফিরে আসে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।
আপনার লেখা মনের মাধুরী কবিতাটা পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম কবিতা গুলো পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে পুরো কবিতাটা লিখেছেন। সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন আপনি। আমার কাছে আপনার লেখা কবিতা গুলো খুবই ভালো লাগে।
ভাই আপনার স্বরচিত কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে "মনের মাধুরী" কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন পরে মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসার মানুষের কল্পনা করলেই মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।