কবিতায় সবথেকে ভালো প্রেমের কথা লেখা যায়। এ কথা আমরা পূর্ববর্তী সময়েও বারবার প্রমাণ পেয়েছি। আপনি সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখে ব্লগে আমাদের সাথে শেয়ার করলেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আর নিজেও মনে মনে কয়েকবার পাঠ করে নিলাম। ভালোবাসার পংক্তিগুলো বেশ ঠাস বুনোটে লেখা হয়েছে।