আমরা এই কথাটা বলি ঠিকই কিন্তু নিঃস্বার্থ ভাবে ঈশ্বরকেও ভালোবাসে না কেউ। কারণ মানুষ যাকে ভালোবাসে তার থেকে কিছু না কিছু আশা অবশ্যই করে। আমার ভালোবাসতে ইচ্ছে হয়েছে বলে ভালোবাসি বিনিময়ে কিছু পাই বা না পাই ভালো বেসে যাব এমন উদারতা মনুষ্য প্রজাতির মধ্যে নেই৷ ভালোবাসার বিনিময়ে সামান্য কিছু হলেও প্রত্যাশা সকলেরই থাকে। যেখানে আত্মপ্রত্যাশার তুষ্টি উল্লেখিত হয় সেখানে নিঃস্বার্থ শব্দ ব্যবহার করা যায় না।
অনেক ভালো বলেছো বন্ধু সত্যিই তো তাই আমার ঈশ্বরের কাছে কিছু না কিছু তো চাই তাহলে সেখানেও তো স্বার্থ জড়িত আছে।আসলেই নিঃস্বার্থ প্রেম বা ভালোবাসা কখনোই সম্ভব নয়।অনেক সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে।❤️