বিয়ে অবশ্যই একটি সুন্দর উৎসব। শুধু দুটি মানুষের মধ্যে না দুটি পরিবারের মধ্যেও ঘটে। এই সুন্দর উৎসব একটি দিনের সম্পন্ন হয় ঠিক কথা কিন্তু এই উৎসবকে দীর্ঘদিন সুন্দরভাবে টিকিয়ে রাখতে দুটি মানুষসহ দুটি পরিবারের সবার অবদান অনেক বেশি। যত সুন্দর ভাবে টিকে থাকবে ততই সুন্দর লাগবে উৎসবের রেস। আমাদের বিয়ের উপলক্ষে নানান দৌড় জোর এবং ব্যবস্থাপনা সবকিছুই বড় সুন্দর এছাড়াও বিয়ের প্রত্যেকটা নিয়মকানুন এর পেছনে একটা না একটা বাস্তব কারণ লুকিয়ে আছে। আর সব মিলিয়ে দেখতে গেলে বিবাহ উৎসব বড় মনোরম।