You are viewing a single comment's thread from:
RE: পুঁইগোটা দিয়ে সুরমা মাছের রেসিপি || Bengali Recipe by @hafizullah
বাড়ি এসে অনক পুঁইগোটা খাচ্ছি ভাইয়া। প্রায় প্রত্যেকের বাড়িতেই এখন হচ্ছে। এখানে এই রেসিপিটক চিংড়ি মকছ দিয়ে বেশি হয়। খেতেও এতো ভালো হয়। আপনার রেসিপিটা দারুণ হয়েছে। রাস্তা থেকে বাসে বসে বসে আপনার পোস্টটি পড়ছিলাম। বাসের জার্নিতে অনাকাঙ্ক্ষিত ভাবেই ডাউনভোটে হাত পড়ে গেছে। দু:খিত ভাইয়া।
জ্বী দিদি বুঝতে পেরেছি, পরে ঠিক করে নিয়েছেন তো সুতরাং দুঃখিত হওয়ার কিছুই নেই। বড় সাইজের চিংড়ি হলেও আমিও কিন্তু পুঁইগোটা দিয়ে খাই। অনেক ধন্যবাদ।