সেপ্টেম্বর মাস থেকে শীত পড়ে গেছে মানে বেশ তাড়াতাড়ি শীত পড়ে আপনাদের। তবে যেহেতু উত্তরবঙ্গ এই আবহাওয়াটা কিন্তু আশা করা যায়। আমি এতদিন জানতাম শীতকালে রোগ জ্বালা কম হয় আবার আপনাদের পোস্ট পড়ে দেখছি আপনারা বেশ ভালই অসুস্থ হয়ে পড়ছেন হয়তো সর্দি কাশি এইসব লেগে থাকছে। শীতকাল যেমনই হোক রৌদ্র না বেরোলে একেবারেই ভালো লাগেনা।
রোদ না থাকার কারণেই বেশি ঝামেলা হয়ে গিয়েছে আপু।