You are viewing a single comment's thread from:

RE: চোখের প্রশান্তি 🌿🌿

in আমার বাংলা ব্লগ14 days ago

এই গাছটা আমিও অনেকদিন ধরে খুঁজছি জানো তো কিন্তু যে দোকানগুলোতে দেখছি সে তো এত বেশি দাম বলছে তাই কেনা হচ্ছে না। দেখি বইমেলায় বাড়ি গেলে যদি পাই অবশ্যই নিয়ে আসব। তোমার মত আমারও প্রচুর গাছ লাগানোর শখ। আমার তো আর বাড়ি নেই ছাদো নেই সবকিছুই বাড়াবাড়ি। আর ব্যালকনি আছে বলে টুকটাক গাছ লাগাতে পারি। প্রশান্তি কিন্তু গ্রামেই রয়েছে আমিও যখন বাড়ি যাই মানে আমার দেশের বাড়ি সময়ের সাথে যেন হারিয়ে যাই। খুব ভালো লাগলো তোমার লেখা পড়ে। এগুলো পড়ে পড়ে ভাবি কেন আমরা একই দেশের নই কেন আমরা পাশাপাশি থাকি না।

Sort:  
 14 days ago 

আসলেই তাই আমরা কেনো একসাথে থাকি না! যদি এমন হতো আমরা সবাই খুব কাছাকাছি থাকতাম,আর দিন শেষে একবার হলেও একে-অপরের মুখ দেখতে পেতাম একসঙ্গে বসে চা খেতে খেতে আড্ডা গল্পের মাঝে হারিয়ে যেতাম ইসস কতোই না ভালো হতো বলো!!ভগবানের কাছে একটাই চাওয়া এ জীবনে যেনো একবার হলে তোমাকে দেখতে পাই।তোমার মতো আমারও কোনো বাড়ি নেই সবকিছুই বাড়াবাড়ি।😅 অনেক অনেক ধন্যবাদ বন্ধু 💝

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.22
JST 0.032
BTC 95417.09
ETH 2571.60
USDT 1.00
SBD 3.05