চোখের প্রশান্তি 🌿🌿
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি ভিডিও পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আপনাদের ভালো লাগবে।
সবুজ প্রকৃতির বুকে মানুষ খোঁজে পায় তার জীবনের হারিয়ে যাওয়া আসল সুখ। সবুজ মনোরম পরিবেশ, সাথে মৃদু বাতাস, আর কি লাগে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে।আর এই সুখ পাওয়ার জন্য নিজের প্রশান্তির জন্য হলেও সকলের গাছ লাগানো উচিত বলে মনে করি আমি।গাছ বরাবরই আমার খুব ভালো লাগে।সেই কবে থেকে গাছ লাগানো শুরু করেছি তা আমার দিনক্ষণ মনে নেই।আজ প্রায় আঠারো বছর ধরে শহরের ইট-পাথরের দালান-কোঠায় নিজেকে আবদ্ধ করে দিন পার করছি সেখানে আরাম-আয়েশের কোনো কমতি নেই কিন্তু আদৌও কি আমরা সেখানে জীবনের আসল মানে খুঁজে পাই!!
যখন শহুরে জীবন থেকে বেড়িয়ে মাটির টানে গ্রামের বাড়িতে যাই,তখন চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলি!আর তখনই জীবনের আসল কারণ খুঁজে পাই সেই প্রকৃতির মাঝে।বাস্তবতা সবসময়ই কঠিন তাই শত কষ্ট হলেও আবার সেই ইট-পাথরের দালান-কোঠায় নিজেকে আবদ্ধ করতে হয়।জীবন চলবে নিজস্ব গতিতে থেমে থাকার কোনো উপায় নেই।আর তাই নিজের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করার জন্য আমরা নানান রকমের উপায় খুজে বেড়াই।আর সেখানে থেকেই আমার ইট-পাথরের দালান-কোঠার ছোট্ট বারান্দায় এক টুকরো সবুজের সমারোহ তৈরি করার প্রচেষ্টা শুরু করি।যখন সেখানে যা পাই তাই নিজের মনের মতো করে সাজিয়ে তোলার চেষ্টা করি।
আমার বারান্দায় সব ধরনের গাছ দিয়ে সাজানো টা আমার এক ধরনের শখ।তাই রাস্তাঘাটে যখনই কোনো ফুলগাছ দেখি সেটা কিনে এনে হোক বা কারো বাসায় হলে চেয়েও এনেছি অনেক বার।কেনো জানি এটাতে একটুও লজ্জা পাই না কখনো।এইতো সেদিনের কথা আমার পাশের বাসার ছাদে কি সুন্দর গাছগুলো দেখছিলাম।বেবি টিয়ার্স গাছ গুলো আগে তেমন একটা চোখে পড়েনি কিন্তু ইদানীং খুব চোখে পড়ে।আমার অনেক দিনের শখ ছিলো এই গাছ লাগানোর।প্রতিবেশীদের ছাদে দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারিনি।হঠাৎ করেই গাছের মালকিন ছাদে এসে হাজির আর আমি সাথে সাথেই লজ্জাশরম ভুলে একটি গাছ চেয়ে বসলাম।কপাল ভালো ছিলো উনি আমার আবদার প্রত্যাখ্যান করেননি বরং খুবই আন্তরিকতার সহিত চার রকমের গাছ হাসিমুখে আমার হাতে ধরিয়ে দিলেন!আমি তো খুশিতে আত্মহারা যাকে বলে মেঘ না চাইতেই বৃষ্টির মতো মনে হয়েছিলো।
উনি আমাকে চারটা বেবি টিয়ার্সের লতা দিয়েছিলো আমি খুবই যত্ন করে সেগুলো লাগিয়েছিলাম।প্রথমে আমি ভেবেছিলাম হয়তো গাছগুলো বাঁচবে না!কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিলো।দেখতে দেখতে গাছগুলো সতেজ হয়ে বড় হচ্ছিলো আর কখন যে চারটা থেকে অসংখ্য লতায় পরিনত হয়ে গেছে আমি বুঝেই উঠতে পারিনি।এখন দিন দিন লতা গুলো ডালপালা বেড়েই চলছে আর দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হয়ে যাচ্ছে এবার মনে হয় ডানা ছাঁটতেই হবে তাছাড়া আর কোনো উপায় দেখছি না।আজ সকালে যখন বারান্দায় গেলাম গিয়ে দেখি লতাগুলো মনের আনন্দে দুলছে আর সেই ফাঁকে সূর্য মামা উঁকি দিচ্ছে!!আর সেই দৃশ্য যে আমার চোখে কতোটা প্রশান্তি দিয়েছিলো তা শুধু আমার চোখই ভালো জানে।সেই সুন্দর অপরূপ দৃশ্য টি ক্যামেরা বন্দী করার চেষ্টা করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
ভিডিও
Upvoted! Thank you for supporting witness @jswit.
টুইটার লিংক
এই গাছটা আমিও অনেকদিন ধরে খুঁজছি জানো তো কিন্তু যে দোকানগুলোতে দেখছি সে তো এত বেশি দাম বলছে তাই কেনা হচ্ছে না। দেখি বইমেলায় বাড়ি গেলে যদি পাই অবশ্যই নিয়ে আসব। তোমার মত আমারও প্রচুর গাছ লাগানোর শখ। আমার তো আর বাড়ি নেই ছাদো নেই সবকিছুই বাড়াবাড়ি। আর ব্যালকনি আছে বলে টুকটাক গাছ লাগাতে পারি। প্রশান্তি কিন্তু গ্রামেই রয়েছে আমিও যখন বাড়ি যাই মানে আমার দেশের বাড়ি সময়ের সাথে যেন হারিয়ে যাই। খুব ভালো লাগলো তোমার লেখা পড়ে। এগুলো পড়ে পড়ে ভাবি কেন আমরা একই দেশের নই কেন আমরা পাশাপাশি থাকি না।
আসলেই তাই আমরা কেনো একসাথে থাকি না! যদি এমন হতো আমরা সবাই খুব কাছাকাছি থাকতাম,আর দিন শেষে একবার হলেও একে-অপরের মুখ দেখতে পেতাম একসঙ্গে বসে চা খেতে খেতে আড্ডা গল্পের মাঝে হারিয়ে যেতাম ইসস কতোই না ভালো হতো বলো!!ভগবানের কাছে একটাই চাওয়া এ জীবনে যেনো একবার হলে তোমাকে দেখতে পাই।তোমার মতো আমারও কোনো বাড়ি নেই সবকিছুই বাড়াবাড়ি।😅 অনেক অনেক ধন্যবাদ বন্ধু 💝