You are viewing a single comment's thread from:
RE: রেসিপি পোস্ট- মুরগির ঝাল ঝাল ঝোল রেসিপি || Prepare tasty recipe by @maksudakwasar||
বোনদের হাতে রান্না করা খাবার খাচ্ছেন সত্যি কথাই বলতে কি দেখি বড্ড হিংসে হচ্ছে। আমার যদি একখানা বোন থাকতো। তবে আপনার জন্মদিন উপলক্ষে যে সবার জন্য রান্না করেছিলেন তা জেনে খুবই ভালো লাগলো।যেদিন আপনার জন্মদিন ছিল জানতে পারিনি তো আজ যখন জানলাম তখন আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আশা করি আপনার ভবিষ্যৎ জীবন আলোকিত হয়ে থাকবে। আর মাংসের ঝোল নিয়ে কি বলবো দেখতে তো অসাধারণ হয়েছে যারা খেয়েছে তারা স্বাদের কথা বলবেন।
দিদি আপনার লেট নাইট শুভেচ্ছা এবং গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।