কোথাও কিছু নেই অথচ অদ্ভুত ভাবেই একা বিপদ ঘটে গেল। সত্যি বলতে কি বাচ্চাদের কিছু ঘটলে একেবারেই ভালো লাগেনা। আমাদের কিছু হোক সেটা আমরা অতটা আমল দেই না। কিন্তু ছেলে মেয়েদের হলে আঘাতটা যেন আমাদেরই বেশি লাগে। যাইহোক ও যে কান্না থামিয়ে পরে এসে খাওয়া-দাওয়া করেছে এটাই অনেক। কোন পোকা কামড়ে দিলে বা চলে গেলে এরকমটা হয় আপনি কিছুদিন একটু সাবধানে রাখুন ওকে।
পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।