You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৬৭|| শীতকালীন সবজির স্টাফিং জুসিনি রেসিপি ।
জুসিনি নামকরণ কেন? চিচিঙ্গা আর জুচিনি কিন্তু এক সবজি নয়। যাইহোক, রান্নাটা বেশ জমিয়ে হয়েছে৷ পটল বা ক্যাপসিকাম বা টমেটো স্টাফড করে বেক করেছি আগে অনেকবার৷ পটলের দোলমাও করেছি। কিন্তু এই রেসিপি কোনদিন করা হয়নি৷ আশা করি খেতে বেশ ভালোই হয়েছিল৷
আপনার প্রেজেন্টেশন ও ফটোগ্রাফি দুটোই প্রশংসনীয়।
আমি মূলত রেসিপির নাম দিয়েছি, সবজির নাম নয়। এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ দিদি।