শীতকালের বেশ সুন্দর ছবি কিছু আপনি শেয়ার করেছেন। সাথে শীতকালে সকালবেলায় হাঁটাহাঁটির গল্প পড়ে বেশ ভালো লাগলো। খুব কুয়াশা থাকলে আমরাও বেরোতাম না একটু বেলার দিক করে বেরোতাম কারণ কুয়াশা মাথায় পড়লে তখন আবার ঠান্ডা লেগে যাবে। খেজুর গাছ গুলো দেখে খুব নস্টালজিক হয়ে পড়লাম। আমাদের গ্রামে এসব এখন আর নেই। উন্নয়নের ঠেলায় কোথায় কবে যে উধাও হয়ে গেছে? কে জানে।
আপু আমাদের গ্রামে রাস্তার ধারে অনেক খেজুর গাছ আছে এবং সেখান থেকে আমরা তরতাজা খেজুরের রস এবং গুড় পেয়ে থাকি।