এই অনুভূতিটা আমাদের প্রত্যেকেরই হয়। একটা সময় আমিও আমার বাড়িতে অত্যন্ত দম বন্ধ অনুভব করতাম, মনে মনে চাইতাম বাড়ি থেকে এত দূরে থাকি যেন প্রয়োজনও কখনো আসতে না পারি। কিন্তু আজ দীর্ঘ জীবন প্রবাসে কাটানোর পর বারবারই বাড়ির কথাই মনে হয়। মনে হয় সেই আমার সবথেকে প্রিয় জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আমার কাছে।