ভাই প্রথমেই বলবো বেশ কিছু টাইপ মিসটেক আছে একবার পড়ে নেবেন পরে।
এবার আসি ঘটনায়, আপনি বেশ কিছু নৃশংস ঘটনার কথা লিখেছেন আজ। আপনার খুব কষ্ট হয়েছে সেটা বুঝতে পেরেছি কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন মানুষ যখন আদিম ছিল তখন কিন্তু মানুষ এতটাই নৃশংস ছিল। কোন পশুকে মেরে তাকে কাঁচা খেতো প্রয়োজনে মানুষ মানুষকে মারতো। তাই না? সেই জায়গা থেকে সামান্য বিচার করে ভাবুন মনুষ্য জাতিকে কিন্তু জোর করে সামাজিক করার চেষ্টা করা হয়েছে। কারণ মানুষ যদি সমাজবদ্ধ জীব না হত তাহলে পৃথিবীর উন্নয়ন কখনোই সম্ভব হতো না। একতা সে বৈজ্ঞানিক উন্নয়ন হোক বা অন্য কিছু। এখন উন্নয়ন বলতে আমরা যেটা ভাবছি সেটা কি আবার অবনতি বলছি। কিন্তু এই সিভিলাইজেশন এর বাইরে গিয়ে ভাবুন মানুষের স্বাভাবিক প্রবৃত্তিই কিন্তু পাশবিক। এমনকি রিলেশনশিপ এর ক্ষেত্রেও আমি বলব সমাজ যাতে নিয়মানুবর্তিতার মধ্যে শৃংখল থাকে সে কারণেই মানুষকে জোর করে একটা নিয়ম যা কোন একজন মানুষের দ্বারাই তৈরি করা তার মধ্যে বেঁধে রেখেছে। এই নিয়মকানুন গুলো যদি না থাকতো তাহলে মানুষও কিন্তু যা আদিমকালে করতো সেরকমই কারোর ওপর বিরাট কোন অনুভূতি নিয়ে কমিটমেন্ট নিয়ে আজীবন কাটিয়ে দিত না।
আসলে জোর করে সিভিলাইজড করে রাখা মানুষ বর্তমানে তার আসল শেকড়ের দিকে হাঁটছে। সে কারণেই আমাদের পাশবিকতাগুলো চোখে লাগে।
এই এত কিছু বললাম মানে আমি ঘটনাগুলোকে সাপোর্ট করছি তা নয় আমি জাস্ট ওদের মানসিকতা এবং চারিত্রিক গুলো ভাবছি এবং খানিকটা বিচার করার চেষ্টা করলাম।