You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগyesterday

এরকম ধরনের টুপি পরানো গল্প আমি অনেক শুনেছি তবে মাছ আর হরিণের গল্পটা কখনো শুনিনি। মাছের পিঠের অংশটা কালো হওয়ার জন্য আমার মেয়ে কিন্তু ওটা খায় না। এমনি তো খুব একটা মাছ পছন্দ করে না তাও ওকে এভাবে বোঝাই যে তুই বাঙালি তোর মাছ খাওয়াটা দরকার । হা হা হা৷

আমাদের ছোটবেলাটা একেবারেই আলাদা ছিল, একসাথে গোল হয়ে বসে যেতাম ঠাকুমা থালায় থালায় ভাত বেড়ে দিত, যা খাবার হতো তাই খেতাম। কি খেতে ভালোবাসি আর কি বাসি না সেটা বোধহয় আজও জানিনা।

Sort:  
 yesterday 

তবে টুপি পরানোর গল্পগুলো কিন্তু ভীষণ ভালো লাগতো আমাদের নিকট তখন। হ্যা, তখন বড়দের পছন্দই ছিলো আমাদের পছন্দ, এটা খাবো না, ওটা খাবো না এসব ছিলো না আমাদের মাঝে। শুধু খাবার কেন সব কিছুতেই বড়দের পছন্দই ছিলো আমাদের পছন্দ।

 yesterday 

আমাদের কি পছন্দ অপছন্দের বোধ বা জায়গা ছিল দাদা? নাকি বোধ ছিল? যখন যা জুটেছে তাই কী আনন্দের৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68228.03
ETH 2645.06
USDT 1.00
SBD 2.69