You are viewing a single comment's thread from:
RE: পিয়ার মিডাস টাচে চিংড়ির পাতাবাহার
সবটাই তো একটা গল্প৷ প্রেম, প্রকৃতি, পূজা। মহাগল্পের ভেতর ছোট ছোট আরও কত গল্প৷ তোমার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থেকো৷ আমার রান্নার ব্লগ ও রান্নার গল্প তোমার ভালো লেগেছে শুনে সত্যিই ভালো লাগল৷ এ আমার বড় প্রাপ্তি। একদা তো এও ভাবতাম রান্না সম্পর্কে আমি কোন ব্লগই লিখতে পারি না৷ কিন্তু এখানে এসে নিজেকে মেলে ধরার জায়গা পেলাম৷ তাই না?