You are viewing a single comment's thread from:
RE: পিয়ার মিডাস টাচে চিংড়ির পাতাবাহার
অসাধারণ একটি রেসিপি। আর যেভাবে গল্পের মত ব্যাখ্যা হল তার জুড়ি নেই। সুলেখিকার হাতে এভাবেই যেকোনো বিষয় প্রাণ পায়। আর যোগ্য সঙ্গত করেছে ছবিগুলি। যেন একটা ক্রমিক ধারায় সাজানো এক নিবন্ধ। অথচ তার মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণ এক রেসিপি।
সবটাই তো একটা গল্প৷ প্রেম, প্রকৃতি, পূজা। মহাগল্পের ভেতর ছোট ছোট আরও কত গল্প৷ তোমার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। ভালো থেকো৷ আমার রান্নার ব্লগ ও রান্নার গল্প তোমার ভালো লেগেছে শুনে সত্যিই ভালো লাগল৷ এ আমার বড় প্রাপ্তি। একদা তো এও ভাবতাম রান্না সম্পর্কে আমি কোন ব্লগই লিখতে পারি না৷ কিন্তু এখানে এসে নিজেকে মেলে ধরার জায়গা পেলাম৷ তাই না?