ভুতুড়ে রাজবাড়ির কথা শুনে তো আমার নিজেরই ভয় লেগে গিয়েছে। তবে লোকটার সাথে একেবারে ভালোই হয়েছে। তার উচিত শিক্ষা হলো। এতদিন নিজেই ভূতের ভয় দেখাতো। আর এখন নিজেই সত্যি কারের ভূত দেখে ভয় পেল। আর এটার মাধ্যমে পুলিশে তাকে ধরে নিল আর তার শাস্তি হয়েছে। এই সব মিলিয়ে গল্পটা পড়তে যেমন একটু ভয় লেগেছে, তেমনই ভালোও লেগেছে।