You are viewing a single comment's thread from:

RE: এবিবি- ফান প্রশ্ন-১০৫ || মানুষ ঘুমের মধ্যে কেন নাক ডাকে?

in আমার বাংলা ব্লগ2 years ago

পাশের জনকে শাস্তি দেওয়ার জন্য মানুষ ঘুমের মধ্যে নাক ডাকে। আর পাশের জন যদি বউ হয় তাহলে নাক ডাকার শব্দ আরো বেড়ে যায়। বউয়ের সামনে তো গলার স্বর কমে যায়। তাই ঘুমের মধ্যে সেই স্বর নাক দিয়ে বের হয়।

Sort:  
 2 years ago 

এই জন্যইতো খালি বউ কয় আমি নাক ডাকি কিন্তু অন্যদের সাথে ঘুমালে কখনোই বলে না যে আমি নাক ডাকি, হা হা হা হা।

হাফিজ ভাই, বউয়ের সামনে তো আর গলা উচু করে কথা বলা যায়না। তাই আমাদের নাক দিয়ে কথা বলে মনের রাগ কমাতে হয়। আর অন্যদের সাথে তো আমরা দুই একটা কথা উচু গলায় বলতে পারি, এজন্য তাদের সাথে ঘুমালে আর নাক ডাকার প্রয়োজন হয় না।

 2 years ago 

কি বুদ্ধি আপনার,অতি সাহসে হাঁটু কাপার মত কাহিনী😜😜

একটু শান্তিতে থাকতে অভিনয় করতে হয় আরকি🤭

 2 years ago 

বুঝলাম না সবার দেখছি এক কাহিনী 😃
বউরা নাক ডাকার মেশিন ছাড়লেও অস্বীকার যায় 🤪

 2 years ago 

আসলে বউরা খুব পাজি বরের নাম শুধু দুর্নাম দেয়া আর কি !!!!

 2 years ago 

তার মানে ভাবির উপর প্রতিশোধ নিতে আপনি নাক ডাকেন। বাপরে বাপ ভাবি যদি জানতে পারে তাহলে আপনার খবর আছে। 😅😅

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.033
BTC 90324.79
ETH 3040.54
USDT 1.00
SBD 2.82