এবিবি- ফান প্রশ্ন-১০৫ || মানুষ ঘুমের মধ্যে কেন নাক ডাকে?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষ ঘুমের মধ্যে কেন নাক ডাকে?

প্রশ্নকারীঃ

@hafizullah

প্রশ্নকারীর অভিমতঃ

আমারও তো একই প্রশ্ন, ঘুম হতে উঠলেই বউ খালি বলে রাতে কেন নাক ডাকো? তখন আমিও ভাবি মানুষ কেন ঘুমের মাঝে নাক ডাকে?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

পাশের জনকে শাস্তি দেওয়ার জন্য মানুষ ঘুমের মধ্যে নাক ডাকে। আর পাশের জন যদি বউ হয় তাহলে নাক ডাকার শব্দ আরো বেড়ে যায়। বউয়ের সামনে তো গলার স্বর কমে যায়। তাই ঘুমের মধ্যে সেই স্বর নাক দিয়ে বের হয়।

 2 years ago 

এই জন্যইতো খালি বউ কয় আমি নাক ডাকি কিন্তু অন্যদের সাথে ঘুমালে কখনোই বলে না যে আমি নাক ডাকি, হা হা হা হা।

হাফিজ ভাই, বউয়ের সামনে তো আর গলা উচু করে কথা বলা যায়না। তাই আমাদের নাক দিয়ে কথা বলে মনের রাগ কমাতে হয়। আর অন্যদের সাথে তো আমরা দুই একটা কথা উচু গলায় বলতে পারি, এজন্য তাদের সাথে ঘুমালে আর নাক ডাকার প্রয়োজন হয় না।

 2 years ago 

কি বুদ্ধি আপনার,অতি সাহসে হাঁটু কাপার মত কাহিনী😜😜

একটু শান্তিতে থাকতে অভিনয় করতে হয় আরকি🤭

 2 years ago 

বুঝলাম না সবার দেখছি এক কাহিনী 😃
বউরা নাক ডাকার মেশিন ছাড়লেও অস্বীকার যায় 🤪

 2 years ago 

আসলে বউরা খুব পাজি বরের নাম শুধু দুর্নাম দেয়া আর কি !!!!

 2 years ago 

তার মানে ভাবির উপর প্রতিশোধ নিতে আপনি নাক ডাকেন। বাপরে বাপ ভাবি যদি জানতে পারে তাহলে আপনার খবর আছে। 😅😅

 2 years ago 

সারাদিন মুখের উপর থেকে থেকে নাকেরও সাধ জাগে কথা বলার।কিন্ত জেগে থাকা অবস্থায় কথা বললে আবার মুখ রাগ হয়,তাই ঘুমিয়ে যাওয়ার পর নাক ডাকাডাকি শুরু করে যাতে মুখ তাকে গালমন্দ করতে না পারে।
(রুম মেট ঘুমানোর পর তার নাকের থেকে শোনা)

 2 years ago 

আচ্ছা এই হলো তাহলে গোপন কথা, কিন্তু ঘরের খবর পরে জানলো কেমনে?

 2 years ago 

সব নাকের দোষ।নাক গলিয়ে জেনে নিয়েছে😝😝😝

খুব সুন্দর যুক্তি। হা হা হা।।।🤣🤣

 2 years ago 

বেচারা নাক ও তো মানুষ। তাকেও তো ঘুমাতে হয়। সে ঘুমালে নাকের দরজা বন্ধ থাকে। তখন নিঃশ্বাস ভাই ফুসফুস মেশিনে তেলের যোগান দিতে যেয়ে দরজা বন্ধ পায়। তখন নাক ভাইকে সে ডাকা ডাকি করে। তাই ঘুমের ভিতর নাক ডাকে।

 2 years ago 

এখন থেকে নাকের দরজায় তালা দিয়ে ঘুমাতে হবে তাহলে আর শব্দ বের হবে না। 😅😅

 2 years ago 

ওরে বাবারে, এই ফর্মুলা কি পাবনা হতে আমদানিকৃত? হা হা হা।

অদ্ভুত লজিক ছাড়া যুক্তি। তবে খুবই ভালো লেগেছে। হা হা হা...🤣🤣

 2 years ago 

নিজের বউয়ের ঘুম নষ্ট করার জন্য 😝

 2 years ago 

এই কথা শুনলে কিন্তু বৌদি আপনার নাকে আগেই তালা দিয়ে দিবে। তখন কষ্ট করে নিঃশ্বাস নিতে হবে। 😅😅😅

 2 years ago 

আমি নাক ডাকিনা দিদি 😁

 2 years ago 

বউ ছাড়া অন্য কেউ হলে নাক ভালো হয়ে যায়, হা হা হা।

 2 years ago 

বউ ছাড়া সবই স্বস্তির শ্বাস। খিক খিক

তাহলে যাদের বিয়ে হয়নি তারা কেন নাক ডাকে।🤣

 2 years ago 

প্রাকটিস করে নিচ্ছে। যাতে বউকে জ্বালাতে পারে 😛

 2 years ago 

পাশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য😁।যিনি নাক ডাকেন তিনি জানেন, এভাবে তাকে শাস্তি দিলে সে এটার কোনো প্রতিশোধ নিতে পারবেনা।😁

কথার মধ্যে যুক্তি আছে। হা হা হা...

 2 years ago 

বাহ ভালো বুদ্ধিতো আপু,,,🤣🤣

 2 years ago 

হ্যা আপু😁।

আসলে চোরকে নিশ্চিন্তে চুরি করে দেওয়ার সুযোগ এর জন্য মানুষ নাক ডাকে। একমাত্র নাক ডাকলেই বোঝা যায় যে মানুষটা গভীর ঘুমে আচ্ছন্ন আছে। এতে করে চোরও পুরোপুরি নিশ্চিন্তে, চিন্তা মুক্ত হয়ে চুরি করতে পারে। কারণ নাক না ডাকলে বুঝা যায় না যে লোকটা কি ঘুমাচ্ছে, নাকি ঘুপটি মেরে পড়ে আছে।
 2 years ago 

আমার মনে হয়-পাশের মানুষকে জেগে থাকার সতর্কবার্তা দেওয়ার জন্য নাক ডাকে।বউ যাতে হাতের বাইরে পালিয়ে না যায় তার জন্য নাক ডাকার মাধ্যমে পাহাড়া দেওয়ার বুদ্ধি।

 2 years ago 

ঘুমের ঘোরে নাক ডাকে কেউ
চোরকে ধরার ছলে,,
এমন মানুষ অনেক আছেন
কে আছে তার দলে???

হাফিজ ভাই নাক ডেকে
বউ কে করে কাবু,,
বৃষ্টির প্রেমে অবলীলায়
খাচ্ছে হাবুডুবু♥♥

 2 years ago 

নাক মনে করে সে যদি ডেকে ডেকে আওয়াজ করে তাহলে চোর ঘরে ঢুকবে না🤣🤣।আর নাক তার মালিকের ভালোর জন্যই তো এই কাজটা করে। যাতে চোর বুঝতে পারে মানুষ এখনো জেগে আছে। তাই নাক ইচ্ছে মতোই ডাকতে থাকে।🤣🤭

 2 years ago 

মানুষ ঘুমের মধ্যে কেন নাক ডাকে?

নাকের কি দোষ বলুন, নাক থাকলে তো ডাকবেই। তবে পাশের মানুষ নাক ডাকার মেশিন চালিয়ে দিলেও কেউ দেখার নাই🤪
যত দোষ সব এই নন্দ ঘোষের 😃

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 88286.50
ETH 3019.87
USDT 1.00
SBD 2.77