সত্যি ভাইয়া ডিসেম্বর মাস এলেই যেন আলাদা রকমের ভালোলাগা তৈরি হতো। সবার পরীক্ষা শেষ হয়ে যেত। খেলাধুলা, হইহুল্লোর সবকিছুতে মেতে থাকতাম আমরা। আমাদের গ্রামের বাসায় গেলে সবচেয়ে বেশি মজা হতো। আমার সমবয়সী যারা ছিল তাদেরও পরীক্ষা শেষ হয়ে যেত। সবাই মিলে অনেক আনন্দ করতাম। এখনকার সময়কার বাচ্চাকাচ্চারা তো পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন যেতে না যেতেই নতুন বই পড়া শুরু করে দেয়। আমি কিন্তু মোটেও তা করতাম না। ক্লাস শুরু হওয়ার পরে পড়াশোনা শুরু করতাম। যাইহোক ভাইয়া আপনারা প্রতিবছর সবাই মিলে পিকনিক করেন জেনে ভালো লাগলো। এর আগেই কিন্তু দারুণ একটি চড়ুইভাতি হয়ে গেল ভাইয়া। খিচুড়ি আর বেগুন ভাজা একেবারে জমে গেছে।
হ্যা।এখনকার বাচ্চারা এসব সুন্দর মুহুর্ত গুলো থেকে বঞ্চিত হচ্ছে।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।