শহর ছেড়ে বার বার গ্রামে আসি এই অনুভূতিটা নিতেই।
গ্রামের মাটির গন্ধ এবং চারপাশের পরিবেশ সব কিছুই অনেক ভালো লাগে। শহরের চার দেয়ালের মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়। যখন একা একা শহরে বাস করা হয় তখন মনে হয় যেন নিজের ভেতরে থাকা বিভিন্ন রোগ গুলো আরো বেশি আক্রমণ করে। ভাইয়া আপনি এখন অনেকটা ভালো আছেন এটা জেনে সত্যি ভালো লাগলো। গ্রামের এত সুন্দর পরিবেশ সত্যিই মন ভালো করার মত। এরকম পরিবেশে কিছুটা সময় কাটালেই একেবারে মন ভালো হয়ে যায়। বাসার সবার জন্য কেক নিয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো। আসলে কেক সবাই পছন্দ করে।