আসলে অনেকেই আমাদের দেশ থেকে পালাতে চায় বাধ্য হয়ে। অনেকে তো আমাকে বলে সাউথ কোরিয়াতে সুযোগ থাকা সত্ত্বেও কেনো সেটেল্ড হলাম না। আসলে আমাদের দেশটা দিনদিন বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তাইতো মানুষজন ভাবে পালাতে পারলেই বাঁচি। যাইহোক সবার সাথে সন্ধ্যা বেলা সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার ব্যাপারটা জেনে কিছুটা অবাক হলাম, তবে আমার সুযোগ থাকলে, আমি অন্যভাবে ভেবে দেখতাম ভাই।
ভাই বাহিরে সেটেল্ড হলে তো সবাই শুধুমাত্র বউ বাচ্চা নিয়েই থাকে। কিন্তু মা বাবা সহ বাকি সবাইকে ছেড়েই থাকতে হয়। তাছাড়া শেষ বয়সে তো ঠিকই দেশে ফিরে আসতে হয়। এসবকিছু চিন্তা ভাবনা করেই বাহিরে সেটেল্ড হইনি।