দাদা এর আগে আপনার একটি পোস্টে পড়েছিলাম, আপনার ঠাকুমা ডাকাত সর্দারকে নিজের ধর্ম ভাই বানিয়ে অনেক সোনাদানা পেয়েছিলেন। উনি আসলেই বেশ সাহসী মহিলা ছিলেন। যাইহোক মানুষ মরণশীল এবং কখন কার মৃত্যু হবে, সেটা কেউ বলতে পারে না। তবে এমন মর্মান্তিক মৃত্যু আসলেই মেনে নিতে কষ্ট হয়। যাইহোক বাস্তব গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
আমার ঠাকুমা নয় । উনি ছিলেন আমার বাবার ঠাকুমা ।
ওহ্ আচ্ছা, আপনার বাবার ঠাকুমা আসলেই খুব সাহসী ছিলেন দাদা। নয়তোবা ডাকাত সর্দারকে নিজের ধর্ম ভাই বানিয়ে, নিজেদের বাড়ি থেকে লুঠ করা সব মাল ফেরতও এনেছে, আবার বোন হিসেবে ডাকাত সর্দারের কাছ থেকে সোনাদানাও এনেছে। বলতে গেলে এটা সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে।