You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩১৩ | বাদামকেই প্রেম ফল কেন বানানো হলো অন্য ফলও তো হতে পারত?
বাদামকেই প্রেম ফল কেন বানানো হলো অন্য ফল ও তো হতে পারত?
এক গবেষণায় দেখা যায় যে,ছাত্র এবং বেকার যুবকেরা সবচেয়ে বেশি প্রেম করে। তাদের কাছে টাকা না থাকলেও, প্রেমিকাকে সময় দিতে পারে অনেক। তাই মেয়েরা প্রেমের ক্ষেত্রে তাদেরকে বেছে নেয়। আর সে সমস্ত প্রেমিকদের কাছে সাধারণত টাকা থাকে না বলেই,মূলত প্রেমিকারা বাদাম খেতে চায় পার্কে বসে বসে। আর বাদাম টিপে টিপে খাওয়ার সময় বলে যে, যেদিন টাকা উপার্জন করতে পারবে,সেদিন যাতে ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়😂😂।
বিঃদ্রঃ সেই ছেলেরা টাকা ইনকাম করার আগেই, পার্কে বসে বাদাম খাওয়া প্রেমিকারা, টাক মাথা ওয়ালা বড়লোক দেখে বিয়ে করে ফেলে। আহা! ছেলেদের কি বুদ্ধি, শুধুমাত্র বাদাম খাইয়ে প্রেমিকাকে বিদায় করে দেয় 🤣🤣।