এবিবি ফান প্রশ্ন- ৩১৩ | বাদামকেই প্রেম ফল কেন বানানো হলো অন্য ফলও তো হতে পারত?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাদামকেই প্রেম ফল কেন বানানো হলো অন্য ফল ও তো হতে পারত?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এটার উত্তর আজ পর্যন্ত পেলাম না কোথাও তাই আপনাদের থেকে জানতে ইচ্ছে হলো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার তো মনে হয় বাদামের দাম কম হওয়াতে এই ফলকে প্রেম ফল বলা হয়😁😁। কোন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড চাইবে না তার বেশি টাকা খরচ হোক🙅। এই জন্যই তো দশ টাকার বাদাম কিনেই তারা একে অপরকে বুঝ দেয় 🥜। আর বাদাম খেতে সময় বেশি প্রয়োজন হয়। যখন বেশি সময় লাগে তখন তারা বেশি সময়ও কাটাতে পারে।
বাদাম প্রেম ফল হওয়ার এটা একটা যুক্তিসঙ্গত কারণ হতে পারে ভাইয়া।আপনার অভিমত ভালো লাগলো।😁
কারণ বাদাম ফল সস্তা দামে অনেক কেনা যায়।যেটা খুবই সুস্বাদু ও দীর্ঘসময় খেতে লাগে।তাই প্রেমিক-প্রেমিকের সঙ্গে অল্প খরচে বেশি সময় গল্প করার জন্য বাদামকেই প্রেম ফল বলা হয়।☺️☺️
আপনি তো দেখছি সহজ ভাষায় বলে ফেললেন একেবারে। আমার তো মনে হয় অল্প খরচে খাওয়া, সেই সাথে প্রেম করার মজাটাই আলাদা হয়।
হুম, পকেট বেশি ফাঁকা না করার উপায় আরকি!
কারণ তো খুবই জানা আপু! একে তো দাম কম! আপনি চাইলেই ১০ টাকার বাদাম কিনতে পারবেন। অন্য কোন ফল তো আর এম্ন সস্তায় পাবেন না! আর এর থেকেও বড় কারণ হচ্ছে, বাদাম ছিলে খেতে হয়! ছেলার সময় আবার একটা শব্দ হয়। তাই বাদাম ছিলে দিবেন যখন, তখন অপরপক্ষ কথা বলে তেমন সুবিধা পাবে না, আবার আপনার ও কষ্ট করে অপরপক্ষের কথা তেমন মন দিয়ে শোনা থেকে কিছুটা বিরতি পাবেন! আবার নিজে বাদাম ছিলে অপরপক্ষকে খেতে দিলে অপরপক্ষ ভাববে, ইশ কত্ত কেয়ারিং! তাহলে এত সুবিধা থাকতে, বাদাম কেন প্রেম ফল হবে না আপনিই বলুন!
আমার তো মনে হয় বিরতির কারণে তখন আর প্রেমটাই হবে না 😁😁।
আরে নাহ আপু! সব প্রেমের ক্ষেত্রেই একজন মানুষ বেশি কথা বলেন, আরেকজন শোনেন বেশি। তো ওই বেচারার কি আর সবসময় শুনতে ভালও লাগে বলেন? তাই কিছুটা বিরতির দরকার আছে! আর এছাড়াও মোবাইল ফোন তো আছেই... তখন তো আর বাদাম আসে না বেচারাকে উদ্ধার করার জন্য!
প্রেমের অলৌকিক ক্ষমতা বাদামকে করে ফেলল ফল! তাও আবার বাদাম ফল☺️ পকেট পাকা প্রেমিকদের, প্রেমিকার সাথে পার্কে বসে সস্তা ও সাশ্রয়ের মধ্যে সময় কাটানোর নিনজা টেকনিক বাদাম। প্রেমিক-প্রেমিকার কথার ফাঁকে ফাঁকে দুই আঙুলের টিপে বাদাম ভাঙ্গার আওয়াজটা গিটারের মিউজিকের মতই কথার নতুন তাল নিয়ে আসে। হয়তো এ কারণেই বাদামকে প্রেমের জাতীয় ফল বলা হয়।
আপনার এই কথাটার মধ্যে কিন্তু যুক্তি রয়েছে ভাইয়া। মনে হয় আপনি একজন অভিজ্ঞ মানুষ, তাই এত সুন্দর করে বললেন 😜।
একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান অন্য ফল কিনতে গেলে তাকে বারবার তার পকেটের দিকে চিন্তা করতে হয় কিন্তু দশ টাকার বাদাম কিনলে অনায়েসে দুজন এক থেকে দুই ঘন্টা সময় পার করে দিতে পারে। একটা নাটক আছে "বড় ছেলে"সে তার প্রিয়জনের জন্য শুধু বাদাম কিনে নিয়ে যেত এবং মেয়েটাও তাকে অনেক সাপোর্ট দিতো। সামান্য অন্যান্য ফল কিনতে গেলে আপনার ২০০ থেকে ২৫০ টাকা লাগবে কিন্তু বাদাম আপনি ২০ টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে ও প্রিয় মানুষটাও খুশি হবে।
ও আচ্ছা ,বুঝলাম এটাও একটা কারণ।
দামে সস্তা মানে ভালো তাই সবার প্রিয় হলো বাদাম। অনেকের কাছে এই বাদাম কেনার টাকাও অনেক সময় থাকে না। তবে প্রিয় মানুষটি 10 টাকার বাদাম পেয়েও অনেক খুশি হয়ে যায়।
প্রথম মিটআপে যদি বাদাম খাওয়ানো যায় তাহলে তার প্রেম হবেই হবে, আর সেজন্যই বাদাম ফলকে প্রেম ফল বলা হয়। প্রেম করার ক্ষেত্রেও এই অলৌকিক ফলের ব্যাপক ব্যবহার রয়েছে। 🤓😎
এই অলৌকিক ফল আগে পছন্দ করতাম না,ভুল করেছি তাহলে🤭😁।
হুম আপু সেই লেভেলের ভুল করছেন 😍। এখন কি করেন নাকি ? 🤔
আপনার মন্তব্য পড়ার পর থেকে পছন্দ করার চেষ্টা করছি😁🤭।
হ্যাঁ আপু চেষ্টা চালাতে থাকেন।
কারণ স্বল্প মূলধনে প্রেম করার অন্যতম উপায় বাদাম। সেজন্য বাদামকেই প্রেম ফল বানানো হলো অন্য ফল কে নয়।
এর উত্তর খুবই সহজ, ছেলেদের পকেটের কথা বিবেচনা করেই এই ফলকে প্রেম ফল বলা হয়েছে। কারণ ছেলে মেয়েদের প্রেম চলাকালীন সময়ে, ছেলেদের পকেটের টাকাই খরচ হয়। অন্যান্য খাবারের তুলনায় এই বাদাম বেশ সস্তা। কম টাকায় অনেক বাদাম পাওয়া যাওয়ার কারণে এই গুলো খেতে খেতে অনেকটা সময় বসে গল্প করা যায়, সময় কাটানো যায়। এভাবে বাদাম ফল কম টাকায় অনেক সময় প্রেমিকার সাথে প্রেমিকের সময় কাটানোর সুযোগ করে দিয়েছে!🤭 আর এভাবে শত শত প্রেম রক্ষা পাচ্ছে। এত কিছু বিবেচনা করেই এই ফলকে প্রেম ফল বলা হয়েছে। হিহি.. 😂😂
এক গবেষণায় দেখা যায় যে,ছাত্র এবং বেকার যুবকেরা সবচেয়ে বেশি প্রেম করে। তাদের কাছে টাকা না থাকলেও, প্রেমিকাকে সময় দিতে পারে অনেক। তাই মেয়েরা প্রেমের ক্ষেত্রে তাদেরকে বেছে নেয়। আর সে সমস্ত প্রেমিকদের কাছে সাধারণত টাকা থাকে না বলেই,মূলত প্রেমিকারা বাদাম খেতে চায় পার্কে বসে বসে। আর বাদাম টিপে টিপে খাওয়ার সময় বলে যে, যেদিন টাকা উপার্জন করতে পারবে,সেদিন যাতে ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়😂😂।
বিঃদ্রঃ সেই ছেলেরা টাকা ইনকাম করার আগেই, পার্কে বসে বাদাম খাওয়া প্রেমিকারা, টাক মাথা ওয়ালা বড়লোক দেখে বিয়ে করে ফেলে। আহা! ছেলেদের কি বুদ্ধি, শুধুমাত্র বাদাম খাইয়ে প্রেমিকাকে বিদায় করে দেয় 🤣🤣।
বাদামের খোসা ছাড়িয়ে খেতে সময় লাগে, আর যারা প্রেম করে তারা পার্কে বা সুন্দর কোন জায়গায় গেলে একটু সময় বেশি নেয়। আর এই কারণেই বাদামকে প্রেম ফল বলা হয় অন্য ফলকে নয়।