ফুলকপি দিয়ে মুরগী রান্না!!নতুন একটি রেসিপি দেখতে পেলাম আজকে।যদিও আমি ফুলকপি খেতে অনেক পছন্দ করি, আবার মুরগিও খেতে পছন্দ করি। কিন্তু কখনো ফুলকপি এবং মুরগি একত্রে রান্না করে খাওয়া হয়নি।সম্পূর্ণ নতুন একটি রেসিপি দেখতে পেলাম আজ।এর রেসিপিটি বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করব।সেই দিনের রেসিপিটা আপনাদের মাঝে আমিও শেয়ার করব ইনশাল্লাহ। এবং খেতে কেমন লেগেছে তাও আপনাদের মাঝে শেয়ার করব।