You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪০৫||পিঁপড়া কেন সারি বেঁধে চলে?
পিঁপড়া সারি বেঁধে চলে কারণ তারা একটি রাসায়নিক পদার্থ, ফেরোমোন, ব্যবহার করে নিজেদের পথ নির্দেশ করে। যখন একটি পিঁপড়া খাবারের সন্ধান পায়, তখন এটি ফেরোমোন নিঃসরণ করে তার চলার পথে। অন্য পিঁপড়াগুলো সেই ফেরোমোনের গন্ধ অনুসরণ করে এবং একই পথে চলে। ফলে তারা একসাথে সারি বেঁধে চলে। এটি তাদের একত্রে কাজ করার এবং খাবার সংগ্রহ করার প্রক্রিয়াকে সহজ করে তোলে।