আসলে ভালো থেকে খারাপ হওয়ার সহজ কিন্তু খারাপ থেকে ভালো হয়া অনেক কঠিন। আপনার বন্ধু আবির চেষ্টার মাধ্যমে সে পেরেছে। সে মাত্র তিন-চার মাস প্রিপারেশন নিয়ে ডুয়েটে চান্স পেয়েছে। সত্যিই বিষয়টি আমাকে অনেক উৎসাহ দিয়েছে। কারণ মানুষ অনেক বছরের চেষ্টা করে পায় না। আসলে চেষ্টা করলে যে সফলতা আসে সেটা তার প্রমাণ।