You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৯ || by abb-fun
আর কত অপেক্ষা,
করব তোমার সনে?
তবুও কি দিবেনা ধরা,
আমার এই মনে?
প্রতিটি বিকেল কাটে,
তোমার প্রতীক্ষায়।
চেয়ে থাকি পথপানে,
তোমারই আশায়।
প্রতীক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। আসলে প্রতীক্ষা বড়ই কঠিন। আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া। দারুন লিখেছেন আপনি।
জাস্ট অসাধারণ হয়েছে। কি চমৎকার কবিতা লেখার দক্ষতা আপনার।