আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৯ || by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
নিঃসঙ্গ অশ্রু সজল চোখে
তোমার পথপানে চেয়ে রই
তোমারি প্রতীক্ষায় সময় বয়ে যায়
কখনো কি তুমি আসবে আমার সনে
কখনো কি তুমি মেটাবে আমার হৃদয়ের তৃষ্ণা
আমি সেই অপেক্ষায় রয়ে যায়
লেখক
লেখক এর অনুভূতি:
প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেও ভালো লাগে। প্রিয় মানুষের সামান্য সান্নিধ্যের জন্যও মানুষ চাতক পাখির মত চেয়ে রয়। তেমনি ভাবে এখানেও প্রিয় মানুষের অপেক্ষায় থাকা একজনের মনের আকুতি ফুটে উঠেছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নিঃসঙ্গতার ছলছল বৃষ্টি ভেজা চোখে
চেয়ে আছি তোমার আসার প্রতীক্ষায়,,
কোনদিন কখনো নিভৃতে তুমি কি আসবে আমার হৃদয়কে তৃষ্ণার জলে তৃপ্ত করতে??
বিভোর হয়ে চেয়ে আছি তোমার পথপানে,,
♥♥
বরাবরের মতোই অসাধারণ হয়েছে আপনার অনু কবিতাটি।
ধন্যবাদ ভাইয়া,,,
♥♥
কারো প্রতীক্ষায় পথ চেয়ে
অশ্রু ঝরে দুচোখ বেয়ে
চোখের নোনা জল
আজ তিক্ততায় ভরা
হৃদয়ের অনুভূতি
ব্যাকুলতায় ভরা
হৃদয় জুড়ে যেন শুধুই নিস্তব্ধতা
হারিয়ে যাওয়া সুখগুলো
আজ রঙিন স্বপ্ন দেখে
সুখগুলো হায় হারিয়ে গেছে
ওই কালো মেঘে
তবুও মন স্বপ্ন দেখে
খুঁজে ফিরে সুখ
সুখ যে নেই এই জীবনে
আছে শুধু দুখ।
তোমার তরে প্রতীক্ষার প্রহর
শেষ হবে একদিন
মরণ আমার আপন হবে সেদিন।
দুর্দান্ত লিখেছেন আপু। অসম্ভব সুন্দর হয়েছে আপনার কবিতাটি।
ভাইয়া আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। চেষ্টা করেছি সুন্দর একটি কবিতা লিখার জন্য। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আর কত অপেক্ষা,
করব তোমার সনে?
তবুও কি দিবেনা ধরা,
আমার এই মনে?
প্রতিটি বিকেল কাটে,
তোমার প্রতীক্ষায়।
চেয়ে থাকি পথপানে,
তোমারই আশায়।
প্রতীক্ষার প্রহর যেন শেষ হতে চায় না। আসলে প্রতীক্ষা বড়ই কঠিন। আপনার লেখা কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া। দারুন লিখেছেন আপনি।
জাস্ট অসাধারণ হয়েছে। কি চমৎকার কবিতা লেখার দক্ষতা আপনার।
সেই ভোর থেকে রাতের শেষ অবধি তোমারি জন্য প্রতীক্ষা
আমার চোখের অশ্রু শুকিয়ে নিচে জমেছে কালো কালির ধোঁয়া
তোমার ফিরে আসা নিয়ে মনে রাশি রাশি অব্যক্ত প্রশ্নের ঝুড়ি
তোমার জন্য অপেক্ষার প্রহর আজ মুখ ফিরিয়ে নিয়েছি ভারী
কখনো কি তুমি ফিরে এসে প্রশান্তি দেবে আমায়
আমি সেই অপূর্ন ভালোবাসার গভীর ক্ষতের যন্ত্রনায়।
অমাবস্যার রাতেও পথ পানে,
চেয়ে দেখি আসবে কি তুমি?
বাসবে কি ভালো সযতনে?
জড়িয়ে ধরবে কি সঙ্গোপনে?
তুমি ময় মুহূর্ত কাটাবে বলে,
প্রহরের পর প্রহর অপেক্ষায় থাকে।
দারুন লিখেছেন। হৃদয় ছুয়ে গেলো।
অপলক নয়নে,তাকিয়ে থাকি।
তুমি যে আমার,মনের খাঁচার পাখি।
দুই নয়ন আমার,তোমায় সব সময় খুঁজে।
আমার মনটা আবার,তোমার মন কেই বুঝে।
আমার মনের রাজ্যজুড়ে,একটা শহর তুমি।
সেই শহরে বাস করি,শুধু তুমি আর আমি।
সে আপনার মনের খাঁচার পাখি জেনে তো ভালো লাগলো ভাইয়া। হয়তো আপনার মনের রাজ্য জুড়ে শুধুই তার বসবাস। দারুন লিখেছেন ভাইয়া।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আমার। ধন্যবাদ আপনাকে
অপেক্ষার প্রহর যে বড়ই বেদনাময়
সহিতে যে পারি না যে জ্বালা
আসবে কি তুমি কভু আমার হৃদয়ের মাঝে
যেথায় রেখেছি আমি তোমারই ছবি সযত্ননে?
অপেক্ষার প্রহর সত্যি অনেক কঠিন আর বেদনায় ভরা। হয়তো সেই ব্যথা সয়ে যেতে হয়। কষ্ট পাবো জেনেও প্রতীক্ষায় থাকতে হয়। দারুন লিখেছেন আপু।
চোখ বন্ধ করলেই,
তোমাকে দেখি।
চোখ খুললেই ,
পাবো কি তোমার দেখা।
নিঃসঙ্গ হয়ে আমি
সারাদিন কাটি।
শুধু তোমার অপেক্ষায়,
আমি সযত্নে থাকি।
অপেক্ষার প্রহর,
শেষ হবে কি কখনো।
তোমারই প্রতীক্ষায়
সবকিছুই যেন স্বপ্ন।
তোমাকে নিয়ে হৃদয়ে কত স্বপ্ন কত আশা
তুমি আমার প্রথম এবং শেষ ভালবাসা।
তোমার অপেক্ষায় নিঃসঙ্গ অশ্রু ঝড়ে
কবে দেখা হবে প্রিয় তোমার সনে।
চাতক পাখি থাকে বৃষ্টির আশায়
আমি চেয়ে থাকি তোমার আশায়।
যদি তোমাকে একটি নজর দেখি
সেটা হবে লক্ষ টাকার চেয়েও দামি।
বেশ ভালো লিখেছিলেন। তবে পোস্টটি রিস্টিম না করার কারণে আপনাকে বিজয়ী হিসেবে সিলেক্ট করতে পারলাম না।
কখন শেষ হবে আমার অপেক্ষার অবসান,
এখনো পথ চেয়ে বসে আছি, তোমার অপেক্ষায়।
যে পথে শুরু হয়েছে তোমার পদচারণ।
কখনো কি শেষ হবে আমার চেয়ে থাকা,
যে পথের পদ ধূলিতে রয়েছে তোমার স্মৃতি মাখা।
জানি কখনো শেষ হবে না এ পথের শেষ,
তবুও বসে রবো জীবনের শেষ চেষ্টায়।