||এলোমেলো ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 days ago
আমার বাংলা ব্লগের সকলসদস্যবিন্দু আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ! আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে। আজ , শনিবা মার্চ ০১/২০২৫


হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি ।আজকে আমি আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করব ।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ।আপনারা হয়তো সবাই জানেন রমজান মাস সামনে চলে এসেছে আর বাড়িতে অনেক গোছগাছ করারও ব্যাপার আছে। আবার কেনাকাটা করারও অনেক কিছু আছে। সেজন্য একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে। সারাদিন টুকিটাকি কাজ করার পর শরীরটা অনেক ক্লান্ত। তাই দেখলাম আমার ফোনের অ্যালবামে কিছু পুরনো ফটো আছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ।তাহলে দেরি না করে ফটোগুলো দেখে আসা যাক।
ফটো-১


1000009805.jpg

1000009821.jpg

Location




এটা হলো বয়লার মুরগির ছবি ।আমাদের বাড়িতে বয়লার মুরগি পালন করা হয়। এগুলোকে চাল ও খাবার খাওয়ানো হয়। সেজন্য অন্য বয়লার মুরগির থেকে এসব বয়লার মুরগির স্বাদ একটু আলাদা। এ বয়লার মুরগির কিছুটা দেশি মুরগির মতো। এগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজনের করা হয় ।
ফটো-২


1000009820.jpg

Location




এটা হলো ছোট বয়লার মুরগির বাচ্চা। এগুলোকে কারেন্টের হিট দিয়ে এবং ছোট খাবার খেতে দিয়ে পালন করা হয় ।আমিও এর আগে বয়লার মুরগি পালন করতাম এখন তেমন একটা করা হয় না।
ফটো-৩


1000009822.jpg
Location




এটা হল চিনি হাঁস এটা বেশিরভাগ গ্রামে দেখা যায়। গ্রামের মেয়েরা অনেক চিনি হাঁস পালন করে থাকে। শুধু চিনি হাঁস না রাজহাঁসও পালন করে থাকে। চিনি হাঁস গুলো দেখতে আমার অনেক ভালো লাগে ।কেননা তাদের মাথার উপর অনেক সুন্দর লাল একটা ঝুটি থাকে।
ফটো-৪


1000009823.jpg

Location



এটা হলো আমাদের বাড়ির দেশি মুরগি ।আমাদের বাড়িতে দেশি মুরগি পালন করা হয়। মুরগিগুলো আসলেই অনেক ভালো। সারাদিন এদিক-ওদিকে খেয়ে রাতে ঘরে ওঠে। দেশি মুরগির মাংস খেতে অনেক মজাদার। দেশি মুরগির মাংস আমাদের আমিষের চাহিদা পূরণ করে থাকে ।
ফটো-৫


1000009814.jpg

Location




এটা হলো শিমুল গাছের ফুল। শিমুল গাছের ফুল দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। লাল রঙের কারণে এগুলো বেশি ভালো লাগে। ফুলগুলো যখন ঝরে পড়ে যায় তখন শিমুল গাছে আবারো ফল ধরে। সেই ফল এর ভেতর অনেক সুন্দর তুলা থাকে ।যেগুলো দিয়ে বালিশ বানানো হয় ।
ফটো-৬


1000009813.jpg
Location




এটা হলো লাউ গাছের ফুল। আমাদের বাড়ির পাশে দেখলাম অনেক সুন্দর লাউ গাছ হয়েছে ।যেগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে ।তাই আমি দেখা মাত্রই ছবি তুলে নিয়েছি ।
ফটো-৭


1000009798.jpg

Location




এটা হলো দেশি মুরগির ছোট বাচ্চা। যেগুলো খেলে গায়ে অনেক রক্ত হয়ে থাকে। এগুলোকে চাল ধান খাওয়ালে খুব দ্রুত বাড়ে ।অনেকে আবার ভাতও খেতে দেয় ।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️


ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসinfinix note 11pro
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
শ্রেণীফটোগ্রাফি
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhd7Ad93hjKY7XXqXwCYMpoU77gVuL2GHGFkJzK3LBmmPDKPbSFkaNFXCeqsm5mEKePEnGR2EDVeYe2eA.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Sort:  

Congratulations, your post was upvoted by @supportive.

 2 days ago 

1000010093.jpg

1000010094.jpg

1000010095.jpg

 2 days ago 

শিমুল ফুল দেখে খুবই ভালো লাগলো। টকটকে লাল রঙের ফুলগুলো চমৎকার লাগে দেখতে। আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর ছিল। পশু পাখির ফটোগ্রাফি গুলো বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 yesterday 

টকটকি লাল শিমুল ফুল ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 days ago 

রমজান উপলক্ষ্যে প্রত্যেকেই নানারকম প্রস্তুতি গ্রহণ করছে। মেয়ে মানুষরাতো বাড়িঘর সাজানোতে ব্যস্ত হয়ে পড়েছে। আপনার এই ব্যস্তময় সময়ের মধ্যে থেকেও চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি এবং বর্ণনা একেবারে অসাধারণ হয়েছে। মুরগির বাচ্চা, লাউ ফুল এবং শিমুল ফুল আমার কাছে সবথেকে ভালো লেগেছে আপু।

 yesterday 

মুরগির বাচ্চা শিমুল ফুল ও লাউয়ের ফুল ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

পশু পাখির ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করে থাকি। আমাদের বাসা থেকে ও পশু পাখি রয়েছে। বর্তমান অল্প। আব্বু আম্মু আপনাদের গাংনী মেহেরপুরে অবস্থান করায় গৃহপালিত পশুপাখি কমে গেছে। আবারো সবাই ফিরে এসেছি ঢাকাতে। আশা করব বাড়িটা পরিপূর্ণ হয়ে উঠবে এমন পশুপাখিতে। তবে সময়ের উপযুক্ত ফুল শিমুল বড় বেশি মিস করলাম।

 yesterday 

ধন্যবাদ ভাইয়া শিমুল ফুলটি ভালো লাগার জন্য।

 yesterday 

আজকে আপনি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে শিমুল ফুলের ফটোগ্রাফি এবং লাউ ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং অন্যান্য মুরগি ও মুরগির বাচ্চার ফটোগ্রাফি চমৎকার লাগলো। আমাদের বাড়ি তো বয়লার মুরগি পালন করে। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো পারছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91906.48
ETH 2349.28
SBD 0.63