পশু পাখির ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করে থাকি। আমাদের বাসা থেকে ও পশু পাখি রয়েছে। বর্তমান অল্প। আব্বু আম্মু আপনাদের গাংনী মেহেরপুরে অবস্থান করায় গৃহপালিত পশুপাখি কমে গেছে। আবারো সবাই ফিরে এসেছি ঢাকাতে। আশা করব বাড়িটা পরিপূর্ণ হয়ে উঠবে এমন পশুপাখিতে। তবে সময়ের উপযুক্ত ফুল শিমুল বড় বেশি মিস করলাম।
ধন্যবাদ ভাইয়া শিমুল ফুলটি ভালো লাগার জন্য।