RE: কুড়ি বছরের পুরোনো কিছু কম্পিউটার গেমস - Old is gold
আশ্চর্য জনক হলেও সত্য আমি কখনো কম্পিউটারে গেম খেলিনি । যদিও কম্পিউটারে আমার হাতে খড়ি ২০১১তে এবং ২০১৫ থেকে নিজের ল্যাপটপ আছে । কিন্তু আমার পার্সোনাল ল্যাপটপ কেনার পুর্ব থেকেই আমি সামাজিক মাধ্যম গুলোতে বেশি সময় দিতাম ভার্চুয়ালি অনেক বন্ধুও হয়ে ছিল, সারাদিন তাদের সাথে আড্ডা গল্প ।
তাই এই গেম গুলোর নাম পর্যন্ত আমার জানা ছিল না । ২০০৯এ আমার এক ক্লাসমেট + মেসমেট কে দেখেছি কম্পিউটার বুথে যেয়ে ২০ টাকা ঘন্টা চুক্তিতে গেম খেলত । আমি একদিন ওর সাথে ৫/১০ মিনিটের মত সময় ব্যয় করেছি ।
পুরোনো দিনের গেমের নাম এবং বিবরণ যেনে ভাল লাগলো । কিছু গেম এখনো যে স্থায়ী হয়ে আছে এটা ভেবেই আমি অবাক । কিছু মোবাইল গেম দেখেছি যেগুলো দুই/এক বছর রাজত্য করে হারিয়ে যায় এর তুলনায় পুরানো দিনের গেম গুলোর প্রাপ্তিটা বেশিই বলা যায় ।
তবে দাদা লোহার বল দেওয়া সেই মাউসটা দেখতে বড় মন চাইছে ।
যদি এমন কোন ব্যবহার উপযোগী মাউস পাওয়া যেত তাহলে পুরোনো দিনের ফিলিংস নেওয়া যেত ।