সততা এমন একটা জিনিস সততার পাশে যে কেউ থাকবে সেই এই গুনটি পেয়ে যাবে। তবে আপনার ভাইয়ের টাকাগুলো সিএনজি ওয়ালা ফেরত দিয়েছে যেনে ভালো লাগলো। বর্তমানে এমন ঘটনা কমি দেখা যায়। কিছুদিন আগে সিএনজিতে আমি কয়েক কেজি মিষ্টির বক্স ফেলে এসেছিলাম কিন্তু তা ফেরত পাইনি। এই দেখছি সিএনজিওয়াল একজন সৎ মানুষ।