সততার সাথে জীবন গড়লে সেই জীবনটা মহৎ হয়ে থাকে। আসলে আমাদের সমাজে সৎ ব্যক্তিকে খুঁজে পাওয়া খুবই কঠিন। সমাজের মানুষ যেন অসৎ বেশি। সকলেই এখন অসৎ ব্যবসায়ী দিকে এগিয়ে যাচ্ছে। আসলে সততার সাথে জীবন গড়লে,সেই জীবনে খুব একটা উন্নতি করা যায় না, কিন্তু সততার সাথে জীবন গড়লে, জীবনের শান্তি আসে এবং সম্মান অর্জন করা যায়। কিন্তু আমাদের সমাজের মানুষদের একটাই চিন্তা ভাবনা অর্থ সম্পদ যেভাবেই হোক ইনকাম করতে হবে বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ্যে নিয়ে তারা এগিয়ে যায়। যার কারণে সমাজে অসৎভাবে তারা জড়িয়ে পড়ে, চাইলেও সৎ ভাবে সে থাকতে পারে না। নিজের ভিতরে লোভ লালসা যেন প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে।
সততার সাথে জীবন গড়লে এবং সৎ ভাবে জীবন পরিচালনা করলে যে মহৎ ব্যক্তি হওয়া যায়। সেই প্রমাণটা আমি গত দুই দিন আগে পেয়েছি। আমার চাচাতো ভাই বিদেশ থেকে এসেছে কিছুদিন হল, সে অনেক অর্থ সম্পদ নিয়ে এসেছে এটা সবাই জানে। তাই তো চাচাতো ভাই শহরে গিয়েছিল কিছু টাকা উঠানোর জন্য। তাদের বাড়ির আত্মীয়-স্বজন তার কাছ থেকে কিছু টাকা চেয়েছিল এবং আত্মীয়-স্বজনদের মনও রাখতে হবে। যার কারণে সে ব্যাংক থেকে কিছু টাকা উঠিয়ে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার ব্যাগের টাকাটি সিএনজির পেছনে রেখে দেয়। আসলে সেই ব্যাগের ভিতরে আরো মালামাল ছিল তবে টাকা ছিল ৭০ হাজার বেশি টাকা ছিল না, তবে এই টাকার ব্যাগ সিএনজিতে রেখে বাড়িতে চলে আসার পরে তার মনে হয়েছিল এবং সে ভেবেছিল এই টাকার ব্যাগ সে আর কখনোই পাবে না।
তারপরে বাড়ির সবাই বলল যে, সিএনজি স্টেশনে তুমি নেমেছো সেখানে গিয়ে একবার খোঁজ নাও। টাকাটা তুমি পেতে পারবো, কিংবা ওই সিএনজি আলার সাথে দেখা হতেও পারে। বড় ভাই বলল যে টাকা পাওয়া খুবই কঠিন, কারণ আজকাল মানুষের যা অবস্থা যখনি এই ব্যক্তি যানবে টাকা আছে তখনই সে নিয়ে পালিয়ে যাবে। তখন ভাই বলল যে টাকা পেতেও পারি কারণ ব্যাগ যে আমি রেখেছি সেটা সিএনজিওয়ালা জানতে নাও পারে, কিংবা অন্য কোন ব্যক্তিও নিয়ে যেতে পারে। তাই চাচার কথা মতো বড় ভাই সেই স্টেশনে আসলো এবং দেখতে লাগলো যে সেই সিএনজি ওয়ালাকে পাওয়া যায় কিনা।
তারপরে চাচাতো ভাই সিএনজি স্টেশনে আসলো, এসেই সিএনজেলাকে খোঁজ করতে লাগলো। আশেপাশে দেখতে পাচ্ছিল না, তখন সিএনজিওয়ালার ডাইভারদের বলতে ছিল তারাও খোঁজ দিতে পারতেছিল না। তারপরে চাচাতো ভাই বলল যে আজকে আর এই ব্যাগ পাওয়া যাবে না। তুমি এই ব্যাগের আশা বাদ দিয়ে চলো বাড়ি যাই। যখনই বাড়ি আসতে ছিল, তখনই পেছন থেকে একজন ড্রাইভার ডাকতেছিল এবং দৌড়ে এসে চাচাতো ভাইয়ের হাত ধরল এবং চাচাতো ভাই দেখতে পেল যে সেই লোকটি তার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং বললো ভাই আপনি আমাকে চিনতে পেরেছেন, তখন সিএনজিয়ালা বললো ভাই আপনার জন্যই আমি দাঁড়িয়ে রয়েছি। এই ব্যক্তি দেবার জন্য। আমি আর ভাড়াও মারতে যায়নি, কারণ আমি জানি আপনি ফিরে আসবেন। আর এই টাকাটার ব্যাগটি আপনাকে দেবার জন্যই আমি আর সিএনজিতে কোন মানুষ না উঠিয়ে এখানেই দাঁড়িয়ে রয়েছি।
তখন চাচাতো ভাই যে বিদেশ থেকে এসেছে সে এই সিএনজিওয়ালার ব্যবহার দেখতে পেয়ে সত্যি মুগ্ধ হয়ে গেছে, এই ব্যাগ দেবার জন্য সে আর ভাড়াও মারতে যায়নি। এটা জানতে পেরে সত্যি সে খুবি দায়িত্বশীল আর সততার সাথে এই সিএনজিওয়ালা আজকের এই ব্যবহার করেছে। এই ব্যাগে টাকা ছিল সিএনজি ওয়ালাকে বলল আপনি কিভাবে জানলেন তখন বলল যে এই ব্যাগটি পাওয়ার পরে আমি খুলে দেখি এই ব্যাগের ভিতরে টাকা যার কারণে আমি ভেবেছি আপনি ফিরে আসবেন। তাই আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। এবং সেখান থেকে তাকে কিছু টাকা দিতে চাইলো, চাচাতো ভাই, কিন্তু সে নিবে না।তাই জোর করে তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসলো এবং নিয়ে এসে সে বিদেশ থেকে মোবাইল কিনে এনেছিলো, সেখান থেকে একটি দামি ফোন তাকে উপহার দেওয়া হলো।সিএনজিওয়ালা নিবে না কিন্তু জোর করে তাকে উপহার দিলো।বললো আপনি আমার ভাই, ভাই হিসেবে আপনাকে এই ফোনটি দিলাম। আসলে সি এন জি ওয়ালার ফোনটিও ভালো ছিল না। যার কারণে এই ফোনটি দেওয়ার পরে সিএনজি ওয়ালা অনেক খুশি হয়েছিলো। আর সততার সাথে এই ব্যবহার করার কারণে তার সাথে আমার চাচাতো ভাইয়ের ভালো একটা সম্পর্ক তৈরি হলো। 🖤✨।
https://twitter.com/AhmedAlif135308/status/1882862411767775562?t=nmQiyDskI_ILUx645MiZMA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
সততা মানুষকে মহৎ করে তোলে আর এই সততার ব্যবহারটি দিয়েছে সিএনজিওয়ালা যার কারণে আপনার ভাই টাকাটি ফিরে পেয়েছে। আসলে সততার সাথে জীবন গড়লে সেই জীবনটা আনন্দ অশুকের হয়ে থাকে।
সততা এমন একটা জিনিস সততার পাশে যে কেউ থাকবে সেই এই গুনটি পেয়ে যাবে। তবে আপনার ভাইয়ের টাকাগুলো সিএনজি ওয়ালা ফেরত দিয়েছে যেনে ভালো লাগলো। বর্তমানে এমন ঘটনা কমি দেখা যায়। কিছুদিন আগে সিএনজিতে আমি কয়েক কেজি মিষ্টির বক্স ফেলে এসেছিলাম কিন্তু তা ফেরত পাইনি। এই দেখছি সিএনজিওয়াল একজন সৎ মানুষ।
সততা মানুষকে তার চরিত্রে শক্তি এনে দেয়, যা তাকে মহৎ ও সম্মানিত করে তোলে। সততা যে পথে চলে, সেই পথে মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধা অর্জন হয়। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে ভাই। আপনার চাচাতো ভাইয়ের টাকাগুলো সিএনজিতে রয়ে গেল। অথচ লোকটি ভালোর কারণে সেই টাকাগুলো দিয়ে দিল। ভালো লাগলো সিএনজির মধ্যে টাকা থাকার কারণে সে আর ভাড়া মারে নাই। আসলে কিছু কিছু মানুষের সততা মানুষকে মুগ্ধ করে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।
নিঃসন্দেহে সততা মানুষকে সৎ পথ দেখায় এবং মানুষকে মহৎ হওয়ার শিক্ষা দেয়। আজকে আপনি যে ঘটনাটি আমাদের মাঝে শেয়ার করেছেন এরকম ঘটনা কিন্তু আমাদেরকে সৎপথে থাকার শিক্ষা দেয় এবং মহৎ হওয়ার শিক্ষা দেয়। অনেক সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার মধ্য দিয়ে দারুণ একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।