পাগলা হালিম নামটি শুনতে যেন কিরকম লাগছিল। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম, হালিমের স্বাদ এতটাই বেশি যা কাস্টমারকে পাগল করে ফেলে। যেহেতু আপনি এই পাগলা হালিম খেয়ে বেশ প্রশংসা করলেন, সেহেতু নিঃসন্দেহে এই হালিম সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আর ফটোগ্রাফিতে হালিম দেখেও বোঝা যাচ্ছে খেতে ভীষণ স্বাদ হবে। যাইহোক ভাই, পাগলা হালিম খেয়ে আপনারা খুব সুন্দর সময় কাটিয়েছেন এবং সেই সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।