ভাইয়া আপনার তৈরি নারিকেল চিংড়ি রেসিপি দেখেই তো জিভে জল চলে আসছে। ভীষণ লোভ হচ্ছে খাওয়ার জন্য। রেসিপির কালার টা দারুন এসেছে। আমি এই নারিকেল চিংড়ি রেসিপি ঢাকায় আমার এক আত্মীয়ের বাসায় খেয়েছিলাম। আর তখন থেকেই এই রেসিপিটি আমার কাছে খুবই প্রিয়। এখনো আমি ওই আত্মীয়ের বাসায় গেলে আমার প্রিয় খাবার জেনে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে খাওয়ায়। সত্যিই ভাইয়া, নারিকেল চিংড়ি রেসিপি দুর্দান্ত রেসিপি। যে খাইনি সে হয়তো কখনো এই রেসিপির স্বাদ বুঝতে পারবে না। অনেক অনেক দিন পর আপনার তৈরি নারিকেল চিংড়ি রেসিপি দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন এবং রন্ধন প্রণালীর প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।