RE: স্বরচিত কবিতা : ব্যার্থতা || Own Poetry: failure.
মধ্যবিত্ত আমি, হ্যা সত্যি বলছি
কভু স্বপ্ন দেখিনা টাকার পাহাড়
ঐশ্বর্য হয়তো নেই আমার
চেষ্টা সন্তানকে মানুষ গড়ার।
আপনি জানেন কি পিঁপড়ে নিজের ওজনের বিশ গুণ বেশি ওজন বহন করতে সক্ষম।
স্বরচিত কবিতা : ব্যার্থতা। কবিতাটির মুলভাব বুঝতে পেরেছি। আসলে আমাদের জীবন ছোট হলে কি হবে জীবনের গল্প গুলো একেক টা বিশাল বড় কখনো শেষ হয়না। হ্যা আমি বই এ পরেছিলাম। পিঁপড়ে নিজের ওজনের বিশ গুণ বেশি ওজন বহন করতে সক্ষম। একটি ছোট পিঁপড়ে যদি জীবনে লড়াই করে বেঁচে থাকতে পারে তাহলে আমরাও পারবো ইনশাআল্লাহ। আমার ছোট জীবনে অনেক বার হেরেছি তবে ঠিক আপনার মতোই শিখেছি। নিজকে কখনো দুর্বল ভাবিনি। আপনি ঠিকই বলেছেন আমাদের নিজেদের প্রতি নিজের প্রতিযোগিতা তৈরি করতে হবে। আপনার পোস্ট থেকে আমি সব সময় শিখতেছি। আপনার পোস্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। এভাবেই সততার সাথে এগিয়ে যান। আপনার সন্তানের জন্য দোয়া রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।
ধন্যবাদ লিমন।
শিখতে শিখতেই এগিয়ে যেতে হবে। ব্যার্থতা আসবেই কিন্তু দূর্বার গতিতে এগিয়ে যেতেই হবে।