স্বরচিত কবিতা : ব্যার্থতা || Own Poetry: failure.

in আমার বাংলা ব্লগ2 years ago
স্বরচিত কবিতা : ব্যার্থতা


স্বরচিত কবিতা.jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

আপনি কতবার হেরেছেন জীবনে ? উত্তর নিশ্চয়ই আসবে অসংখ্যবার। হয়তো খেলাধুলায়, হয়তো পড়াশোনায় আবার হয়তো জীবনের অংকে। আপনি কি দুমড়ে মুচড়ে ভেঙ্গে পরেছেন? উত্তর আসবে হ্যা অসংখ্যবার। আপনি কি জীবনের পথ চলা থামিয়ে দিয়েছেন? উত্তর আসবে না। আমি চেষ্টা করেছি বারংবার। তাহলে কেন এতো হতাশা আর ঘ্লানি? জীবনকে জীবনের গতিতে চলতে দিয়ে নিজের হার কিংবা পরাজয়কে পুঁজি করে দূর্বার গতিতে এগিয়ে চলার নাম জীবন।

লোকে পাছে দশ কথা বলবে তাতে কি? মুচকি হাসি দিয়ে চ্যালেন্জ ছুঁড়ে দেয়া হলো সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। কখনো নিজেকে ছোট ভাববেন না, আর কখনো অন্যের সুউচ্চ দালান দেখে দীর্ঘশ্বাস ফেলবেন না। খবর নিয়ে দেখুন সুউচ্চ দালানের মালিকের হয়তো রাতের ঘুম আসে ঘুমের ঔষধ খেয়ে আর আপনার ছোট্ট ঘরে বালিশে মাথা ঠেকানো মাত্র আপনার ঘুম চলে আসে। হতে পারে আপনি দরিদ্র কিংবা মধ্যবিত্ত, আরে তাতে কি আপনি হয়তো কোটি মানুষের থেকেও ভালো অবস্থানে রয়েছেন। নিজেকে নিজে ব্যার্থ ভেবে পঙ্গু করে দেবেন না। হ্যা আপনি ব্যার্থ হয়েছেন, কারন খুঁজতে থাকুন আর নিজেকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন। আপনি জানেন কি পিঁপড়ে নিজের ওজনের বিশ গুণ বেশি ওজন বহন করতে সক্ষম, আর আপনি তো একজন বুদ্ধিমান মানুষ। কখনো মানুষের সাথে প্রতিযোগিতায় জড়াবেন না, নিজের সাথে নিজের প্রতিযোগীতা করুন। দেখবেন আপনি আপনার দুনিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলবেন । এটাই কি যথেষ্ট নয় ❔

ব্যার্থতা

হেরেছি আমি, হ্যা হেরে গিয়েছি
তবে যতবার হেরেছি, ততবার শিখেছি
হেরেছি আমি , হ্যা হেরে গিয়েছি
তবে দ্বিগুণ বেগে ছুটে গিয়েছি।

মনে আছে প্রথম যখন হাঁটতে শেখা
হুড়মুড়িয়ে বারংবার পরে যাওয়া
হাঁটতে শেখার তীব্র বাসনা
ঠায় দাঁড়িয়ে একদিন করেছি রচনা।

মুখস্থ বিদ্যা যখন মূল পাঠ্যসূচি
বইয়ের প্রতিটি লাইনে খুঁজি মূখ্যরস
প্রথম স্থানের মিছে হতাশা
মনে কখনো আসেনি সেই ধোঁয়াশা।

মিছে কথা আর অন্যায়ের ভিড়ে
কভু হারাইনি নিজের নিয়ন্ত্রণ
হয়তো বাড়েনি মিছে পদমর্যাদা
সততার পথ করেছি আলিঙ্গন।

মধ্যবিত্ত আমি, হ্যা সত্যি বলছি
কভু স্বপ্ন দেখিনা টাকার পাহাড়
ঐশ্বর্য হয়তো নেই আমার
চেষ্টা সন্তানকে মানুষ গড়ার।

ব্যার্থতার ছাপ জীবনের পরতে
বলবো ভালো আছি সগৌরবে
ব্যার্থতা আমায় চলতে শেখায়
নিরন্তর প্রচেষ্টার সাহস যোগায়।

হেরেছি আমি, হ্যা হেরে গিয়েছি
তবে যতবার হেরেছি, ততবার শিখেছি
হেরেছি আমি , হ্যা হেরে গিয়েছি
তবে দ্বিগুণ বেগে ছুটে গিয়েছি।



পরিশেষ

জানিনা আমার কথাগুলো কিংবা কবিতা আপনাদের কেমন লেগেছে। তবে আমি নিজের মতো গুছিয়ে লিখার চেষ্টা করেছি। কারন আমি জীবনে বহুবার হেরেছি সেটা হয়তো মিথ্যার কাছে কিংবা জীবনের জটিল সমীকরণে কিন্তু প্রতিবারই কিছু না কিছু শিখেছি। শক্ত মনোবলকে পুঁজি করে এগিয়ে চলেছি। হ্যা প্রতিযোগীতা শুধুই নিজের সাথে নিজের। কবিতার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর ও অর্থবহ কবিতা লিখেছেন সেইসঙ্গে চমৎকার বর্ননা।সত্যিই আমাদের ভেঙে না পড়ে ,কারো সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের সঙ্গে নিজে লড়াই করা উচিত।হেরে যাওয়া থেকেই নতুন করে শেখা ও বাঁচার অনুপ্রেরণা।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু।
জীবনের প্রতিটি হারকে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলেই একমাত্র দূর্বার গতিতে এগিয়ে যাওয়া সম্ভব।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago (edited)

মধ্যবিত্ত আমি, হ্যা সত্যি বলছি
কভু স্বপ্ন দেখিনা টাকার পাহাড়
ঐশ্বর্য হয়তো নেই আমার
চেষ্টা সন্তানকে মানুষ গড়ার।

আপনি জানেন কি পিঁপড়ে নিজের ওজনের বিশ গুণ বেশি ওজন বহন করতে সক্ষম।

স্বরচিত কবিতা : ব্যার্থতা। কবিতাটির মুলভাব বুঝতে পেরেছি। আসলে আমাদের জীবন ছোট হলে কি হবে জীবনের গল্প গুলো একেক টা বিশাল বড় কখনো শেষ হয়না। হ্যা আমি বই এ পরেছিলাম। পিঁপড়ে নিজের ওজনের বিশ গুণ বেশি ওজন বহন করতে সক্ষম। একটি ছোট পিঁপড়ে যদি জীবনে লড়াই করে বেঁচে থাকতে পারে তাহলে আমরাও পারবো ইনশাআল্লাহ। আমার ছোট জীবনে অনেক বার হেরেছি তবে ঠিক আপনার মতোই শিখেছি। নিজকে কখনো দুর্বল ভাবিনি। আপনি ঠিকই বলেছেন আমাদের নিজেদের প্রতি নিজের প্রতিযোগিতা তৈরি করতে হবে। আপনার পোস্ট থেকে আমি সব সময় শিখতেছি। আপনার পোস্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। এভাবেই সততার সাথে এগিয়ে যান। আপনার সন্তানের জন্য দোয়া রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ধন্যবাদ লিমন।
শিখতে শিখতেই এগিয়ে যেতে হবে। ব্যার্থতা আসবেই কিন্তু দূর্বার গতিতে এগিয়ে যেতেই হবে।

 2 years ago 

ভিতরে লুকানো ব্যথার বহিঃপ্রকাশ কবিতার মাধ্যমে দেখতে পেলাম। অনেক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

না ভাই এটা লুকানো ব্যাথার বহিঃপ্রকাশ নয়।
নিজেকে নিজে অনুপ্রাণিত করা আর কিছু মানুষকে বার্তা দেয়া তারাও যেন হতাশ না হয়ে পরে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য

 2 years ago 

ব্যর্থতাই হল সাফল্যের চাবিকাঠি - খুব করে মানি এটা। জীবনে কিছু ব্যর্থতা খুব প্রয়োজন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 🥀

 2 years ago 
আপনার স্বরচিত কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া।আপনার কবিতার মাধ্যমে আশাহত মানুষের মাঝে আশার বাণী,হতাশাগ্রস্ত মানুষের মাঝে আলো সঞ্চার করবে বলে আমি মনে করি।আসলে পৃথিবীতে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই। এর মাঝে চলতে হবে। আর কারও প্রভাব প্রতিপত্তি বা ধনসম্পদ দেখে কখনও নিজেকে অসুখী ভাবা ঠিক নয়।আর কিছু কিছু ক্ষুদ্র গ্লানি জীবনকে ধংস করে দেয়। তাই শক্ত মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।আর এক এক পরাজয়কে নিজের শিক্ষা হিসেবে ধরে নিতে হবে।তবেই জীবনে নিজেকে সুখী করে তোলা যাবে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার ও অর্থবহ কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

সত্যিই ভাই, অন্যের সম্পদের দিকে না তাকিয়ে নিজের যা আছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। আর প্রতিটি ভুল এবং ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে 👌

 2 years ago 

আসলে ভাইয়া আমরা যখন ব্যর্থ হয়ে পড়ি তখন জীবনের সবকিছুই মনে হয় তুচ্ছ। অন্যের দালান দেখে নিজে কখনো মন খারাপ করার কিছুই নেই ।কারণ আমার যতটুকু আছে তার চেয়েও খারাপ অবস্থায় মানুষ রয়েছে। তাদের কথা চিন্তা করলেই জীবনের ব্যর্থতা কিছুই মনে হয় না। বাস্তবসম্মত একটি কবিতা লিখেছেন অনেক ভালো লাগলো পড়ে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য 🥀

 2 years ago 

জীবনকে জীবনের গতিতে চলতে দিয়ে নিজের হার কিংবা পরাজয়কে পুঁজি করে দূর্বার গতিতে এগিয়ে চলার নাম জীবন।

আসলে জীবনে এমন একটি পরিসংখ্যান যেখানে হেরে গেলেও চলতে হবে জিতে গেলেও চলতে হবে। অনেক সময় জিতে গিয়েও আমরা হেরে যাই আবার হেরে গিয়েও জিতে যায়।। এরই নাম জীবন যেখানে প্রাধান্য পায় টাকার।। বিদ্যাবুদ্ধি আর সততা মূল্যহীন।।

ব্যার্থতার ছাপ জীবনের পরতে
বলবো ভালো আছি সগৌরবে
ব্যার্থতা আমায় চলতে শেখায়
নিরন্তর প্রচেষ্টার সাহস যোগায়।

উপরের লাইনগুলো অনেক ভাল ছিল একদম বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে।। হ্যাঁ জীবনে চলার পথে ব্যর্থতা আসবেই সেই ব্যর্থ তাকে কাটিয়ে সফলতার দিকে হাত বাড়িয়ে কাজ করাটাই জীবনের আসল উদ্দেশ্য।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই কবিতার মর্মার্থ বোঝার জন্য। দোয়া রইল ভাই।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104435.36
ETH 3867.94
SBD 3.31