বাহ আপু আপনি আজকে আমার সবথেকে প্রিয় রেসিপি তৈরি করে শেয়ার করেছেন আসলে রস পাকন পিঠা রেসিপি আমি খেতে বেশ পছন্দ করি। প্রত্যেক বছর শীতের সময় আমার আম্মু খেজুরের রস দিয়ে পাকান পিঠা তৈরি করে আবারো রস দিয়ে সেই পিঠা ভিজিয়ে আমাকে খাইয়ে থাকে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া এই পিঠাতে কোন প্রকার রস ব্যবহার করা হয় না কিন্তু আমাদের এলাকায় এটাকে রস পাকন পিঠে নামেই চিনে থাকে সবাই।