ইলিশ মাছের যেকোনো রেসিপি অনেক মজা লাগে তবে আপনি আপনার পোস্টের নোনা ইলিশের পাতুরি রেসিপির যে প্রশংসা করেছেন সে ক্ষেত্রে রেসিপিটা আবার নতুন করে খাওয়ার ইচ্ছা জেগেছে। যাইহোক আজকের পোস্টে নোনা ইলিশ ভুনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় লাগছে আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।
নোনা ইলিশের পাতুরি তৈরি খেতে অসম্ভব মজা লাগে। যারা এই নোনা ইলিশ খেতে পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে।