প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। ২ মিনিট পেঁয়াজকুচি টা ভালোভাবে ভেজে নিলাম।
![VideoCapture_20250212-185909.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPMULwDMGCBuDfqZbfjNR9srj6USoSs8Smb2uGQLhs8Te/VideoCapture_20250212-185909.jpg)
এখন দিয়ে দিলাম রসুন কুচি। আর পেঁয়াজ রসুন একসাথে মিশিয়ে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। যাতে করে বেরেস্তার কালার চলে আসে।
![VideoCapture_20250212-190004.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmaz7kosozX31KmQLgGi6jpp9bAjZaTGarVgN8hRL4VzTk/VideoCapture_20250212-190004.jpg)
এই পর্যায়ে একটা টমেটোর ফালি দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে ভেজে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম টমেটো নরম হওয়া পর্যন্ত।
![VideoCapture_20250212-190019.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmQsN1q6gsR1JNynxUduHYyMMtkMTtQxQZt8pGnefUZ8da/VideoCapture_20250212-190019.jpg)
এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচ গুড়া।এগুলো ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে ভেজে নিলাম।
![VideoCapture_20250212-190051.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmas6Wf6zJ9Cxh83WazVQN1g3i8jxgJcMT6Zi9x1RbzPKG/VideoCapture_20250212-190051.jpg)
এখন অল্প একটু পানি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মত কষিয়ে নিলাম। তারপর টুকরো করে রাখা নোনা ইলিশগুলো দিয়ে দিলাম।
![VideoCapture_20250212-190124.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYUuhVumAVvv2mvoTZFZKJ58JKn28WXoH4cLtWVTbrvxC/VideoCapture_20250212-190124.jpg)
সব মসলার সাথে ভালোভাবে নোনা ইলিশগুলো মিশিয়ে ভেজে নিয়ে ঢাক দিয়ে ঢেকে দিলাম আরো কিছুক্ষণ।
![VideoCapture_20250212-190224.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVVWFWzMBHVRV4dH3mi2a2VCtYQWDpBsxLhuk3rQCLqMD/VideoCapture_20250212-190224.jpg)
এখন অল্প পরিমাণে পানি দিলাম। আবারো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিলাম।
![VideoCapture_20250212-190146.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmSikpCU8yYSUFcpxnDoUpQvzAV1Te5Ws1aQzEKuHNCU1K/VideoCapture_20250212-190146.jpg)
শেষ পর্যায়ে পানি যখন গা মাখা হয়ে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মত একদম লো আঁচে রান্না করে নিলাম।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার নোনা ইলিশ ভুনা। যেটা দিয়ে আমাদের দুপুর বেলা ভাত খাওয়া হয়ে গিয়েছে। অন্য আর কোন তরকারির প্রয়োজন হয়নি। আর এটা এত মজার হয় এভাবে ভুনা করে খেলে আসল টেস্ট পাওয়া যায়। তবে ভুলেও লবণ ইউজ করা যাবে না কারণ নোনা ইলিশে প্রচুর লবণ থাকে।
![20250205_132239.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQma1Ky47B4GD5n3ARDsWEiYqqffazK6j2WjEdgArdNBitr/20250205_132239.jpg)
![20250205_132247.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmau4EDhJco5XHEh2PNdgHbhp9RjkXU8HpwXZxX4raBN74/20250205_132247.jpg)
![20250205_132244.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYAvdYKBf3dpPBVagUKpEB1eLvMbrzKEWn6RnkrezEd2U/20250205_132244.jpg)
![20250205_132250.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmeR7JpG9SboA87A7QwK88z8pGsqF7Jxoxiu5zhKVELfsQ/20250205_132250.jpg)
আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
![images (4).png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmf8twMCdY1MdDLSXU4eYQSqsSpDiswTmnUfF3cMdMbgZc/images%20(4).png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
![images (4).png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmf8twMCdY1MdDLSXU4eYQSqsSpDiswTmnUfF3cMdMbgZc/images%20(4).png)
💦
💦 BRISTY 💦
💦
![animasi-bergerak-terima-kasih-0078.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmeNW8WGqB2SscxBbm243ErNeLe1aTY8yLYdZGXGZgGfeS/animasi-bergerak-terima-kasih-0078.gif)
নোনা ইলিশ মাছ মনে হয় কোনদিন দেখিনি। তবে রান্নাটা লিয়ে খুব সুন্দর হয়েছে তা আপনার ছবি দেখেই বোঝা যাচ্ছে। রংটা তো একদম জিভে জল আনার মত। নোনা ইলিশ আর এমনি যে বর্ষার নদীর বিষয়ে এই দুটো কি একই রকম খেতে?
ইলিশ মাছকে শুটকি তৈরি করা হয় সেটাই হলো নোনা ইলিশ।লবন হলুদ দিয়ে সংরক্ষণ করে রাখা হয় এটা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
♥♥
https://x.com/bristy110/status/1889892931915620436
নোনা ইলিশ কখনো খাওয়া হয়নি।বাড়ির অনেক সদস্য শুটকি খায় না জন্য শুটকি খুবই কম খাওয়া হয় সেজন্য মূলত খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি দেখে খুবই লোভ লেগে গেলো। বানিয়ে খাবো একদিন এভাবে।আপনি চমৎকার সুন্দর ও লোভনীয় লোনা ইলিশ রেসিপি করেছেন। ধাপে ধাপে লোনা ইলিশ ভুনা রেসিপি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
বাড়ির অন্যান্যরা শুটকি না খেলে তখন শুটকি খাওয়া হয়ে ওঠেনা। তবে আমাদের বাসায় সবাই শুটকি পছন্দ করে আর খেতেও বেশ ভালো লাগে।
জীবনে বহুবার নোনা ইলিশ খেয়েছি। কিন্তু এমন করে ভূনা করে নোনা ইলিশ খাওয়া হয়ে উঠেনি। আপনি কিন্তু বেশ সুস্বাদু করে নোনা ইলিশ ভূনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করা জন্য অনেক অনেক ধন্যবাদ।
এভাবে একদিন ভুনা করে খেয়ে দেখবেন আপু। অনেক বেশি ভালো লাগবে আশা করি আপনার কাছে।
নোনা ইলিশ ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে জিভে জল চলে এলো। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। নোনা ইলিশ মাছ যদিও কম খাওয়া হয়, তবে নোনা ইলিশ ভুনা খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি আপনি পর্যায়ক্রমে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এভাবে যদি তৈরি করে দেখেন তাহলে খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে ভাইয়া। তৈরি করে দেখতে পারেন। মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ইলিশ মাছের যেকোনো রেসিপি অনেক মজা লাগে তবে আপনি আপনার পোস্টের নোনা ইলিশের পাতুরি রেসিপির যে প্রশংসা করেছেন সে ক্ষেত্রে রেসিপিটা আবার নতুন করে খাওয়ার ইচ্ছা জেগেছে। যাইহোক আজকের পোস্টে নোনা ইলিশ ভুনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক লোভনীয় লাগছে আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।
নোনা ইলিশের পাতুরি তৈরি খেতে অসম্ভব মজা লাগে। যারা এই নোনা ইলিশ খেতে পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে।
নোনা ইলিশ একটু ঝাল ঝাল করে এভাবে ভুনা করলে খুবই ভালো লাগে খেতে। অনেকদিন হলো নোনা ইলিশ খাওয়া হয়না। আপনার রেসিপির কালার দেখে তো জিভে জল চলে এসেছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। খেতেও নিশ্চয়ই দারুন ছিল। গরম গরম ভাতের সাথে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমিও বেশ কয়েকদিন পরে তৈরি করেছি আপু। এভাবে ভুনা করে খেতে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকেও।
আপু এত সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। নোনা ইলিশ মাছের ভুনা রেসিপি এখনো খাওয়া হয়নি। যদি কখনো সুযোগ আসে তবে অবশ্যই এরকম ভুনা করে রেসিপিটি খেয়ে দেখব। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
রেসিপিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে ভাইয়া। আমি অনেক সময় এটা তৈরি করে থাকি। আশা করি আপনিও তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে।