এমন ধরনের জীবন্ত প্যান্ডেল গুলি দেখতে খুব ভালো লাগে। এই অসময়ে দূর্গা পূজার পোস্ট দেখতে খুব ভালো লাগলো। দুর্গাপূজা এমন একটি সময়, যখন বাঙালি সবচেয়ে আনন্দে সময় কাটায়। আর এই অসময়ে যদি দুর্গাপূজার মতো আনন্দের পোস্ট ব্লগে ভেসে ওঠে তাহলে তো কথাই নেই। আপনার পোস্টে ধারাবাহিকভাবে পুজোর পোস্টগুলি পড়তে খুব ভালো লাগে। আদিম মানুষকে থিম করে বানানো এই প্যান্ডেলটি সব দিক থেকে দুর্দান্ত হয়েছে।।