বাংলা ভাষার মতো সমৃদ্ধ ভাষা পৃথিবীতে খুব কম আছে। যদিও বাংলা ভাষা নতুন, কিন্তু তাও সাহিত্যের দিক থেকে এই ভাষা ভীষণ সমৃদ্ধ। আসলে যে ভাষায় রবীন্দ্রনাথ এবং নজরুল আছেন সেই ভাষার উপরে আর কোন ভাষা থাকতে পারে। আপনি একদম সঠিকভাবে বিষয়গুলি ব্যাখ্যা করেছেন ভাই। বাংলা ভাষা আমাদের অহংকার। আর এই ভাষাই আমাদের মাতৃভাষা বলে সারা পৃথিবীর মধ্যে এর সঙ্গে আমাদের সব থেকে বেশি আবেগ জড়িয়ে আছে। একুশ আমাদের অহংকার। সারা পৃথিবী এই বাংলা ভাষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে।