একুশ আমার অহংকার!!

in আমার বাংলা ব্লগ2 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ২১ ই ফেব্রুয়ারি,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000574774.png


পৃথিবীতে প্রায় সাত হাজারের মতো ভাষা আছে যে ভাষাগুলোতে মানুষ কথা বলে। তবে সবাই তার মাতৃভাষা কে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। সম্ভবত আমরাই একমাএ জাতি যারা নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছি। তবে এটা এখন মাঝে মাঝে মনে হয় আমাদের ভাষা শহীদ ভাইদের প্রাণ দেওয়া বৃথা। আমাদের জেনারেশনের কাছে বাংলা এখন একটা অচল ভাষা। এই ভাষায় কথা বলা অনেকের কাছেই অপমানের। অথচ তারা জানে না ভুলভাল ইংরেজি বলার থেকে শুদ্ধ বাংলায় কথা বলা অনেক ভালো। আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস কেন কীভাবে সেটা আমরা সবাই জানি। সেজন্য আমি ঐ ইতিহাস নিয়ে কথা বলব না। বাংলাদেশে বাংলা সহ আরও বেশ কিছু ভাষা প্রচলিত আছে।

আমরা যাদের ক্ষুদ্র নৃগোষ্টি বা আদিবাসি বলি তাদেরও কিন্তু নিজস্ব মাতৃভাষা আছে। এবং তাদের নিজের মাতৃভাষায় কথা বলার পূর্ণাঙ্গ অধিকার আছে। অনেক সময় আমরা তাদের ভাষা নিয়ে মজা করি তুচ্ছতাচ্ছিল্য করি সেটা মোটেও ঠিক না। তারা তাদের মায়ের ভাষায় কথা বলে। ঐটা ওদের অধিকার। ওদের ভাষাকে ছোট করে দেখার কোন অধিকার আমাদের নেই। আবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজের এলাকার চলিত ভাষায় কথা বলতে লজ্জা পায়। বিশেষ করে আমি বলব নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল অঞ্চলের মানুষের কথা। এসব অঞ্চলের মানুষের ভাষা বাংলা হলেও বেশ কিছু টা ব‍্যতিক্রম। অনেক সময় আমরা তাদের মুখের ভাষা শুনে হাসি ঠাট্টা করি- বিদ্রুপ করি। এর জন্য তারা একসময় গিয়ে নিজেদের মাতৃভাষায় কথা বলা ছেড়ে দেয় চেষ্টা করে শুদ্ধ বাংলায় কথা বলার।



এখন আমাদের বুঝতে হবে মাতৃভাষা আসলে কী? আমরা আমাদের মায়ের মুখ থেকে যে ভাষাটা শুনে কথা বলা শিখি ঐটাই মাতৃভাষা। এখন ঐসব অঞ্চলের মানুষের চলিত ভাষা ঐরকম। তারা তাদের মায়ের থেকে শিখেছে ভাষাটা। তাদের কে ছোট করে দেখার বা তাদের ভাষা নিয়ে মজা করা আমাদের জন্য লজ্জার। এটা আমাদের জন্য শিক্ষা হোক। কারো মাতৃভাষা নিয়ে আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করা। বাংলা ভাষার সাহিত্য এতটা সমৃদ্ধ সেটা বলে বোঝানো যাবে না। সেই চর্যাপদ থেকে বাংলা ভাষার সাহিত্য শুরু হয়েছে। তারপর কয়েক হাজার বছর ধরে চলে আসছে এই ভাষা। বাংলা ভাষা পেয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদ দের মতো আরও অসংখ্য কবি সাহিত‍্যিক দের। এসব বিখ‍্যাত মানুষেরা কিন্তু বাংলা কে ভাষার চেয়ে অনেক উপরে স্থান দিয়েছিল।

তারা বাংলা ভাষাকে নিয়ে গিয়েছে অনন‍্য উচ্চতায়। বাংলা ভাষা মানে রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম, বাংলা ভাষা মানে নজরুলের বিদ্রোহ, বাংলা ভাষা মানে জীবনানন্দের প্রকৃতি, বাংলা ভাষা মানে বিভূতিভূষণের নান্দনিক লেখা। বাংলা ভাষা মানে মাইকেল মধুসূদন দওের বেঁচে থাকার স্পন্দন। নিজের ভাষা কে কখনও অবহেলা অবজ্ঞা করবেন না। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের শপথ হোক আমাদের অঙ্গীকার হোক আমরা চেষ্টা করব শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার নিজের আঞ্চলিক ভাষায় কথা বলার। শুধু মনে রাখবেন ভুলভাল ইংরেজি বললেই কেউ স্মার্ট হয়ে যায় না। বরং আমি তাকে স্মার্ট ব‍্যক্তিত্বসম্পূর্ণ বলব যে তার নিজের ভাষা বাংলা টা সঠিক ভাবে চর্চা করে। আজ এই দিনে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা। নিজের জায়গা থেকে আমরা তাদের জন্য প্রার্থনা করব।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 2 days ago 

Daily task

1000574776.jpg

1000574777.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 days ago 

একুশ আমাদের অহংকার। মায়ের মুখের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকেই।ভাষা শহীদদের ত্যাগ আমরা বৃথা যেতে দিব না।আমরা চেষ্টা করে যাব আমাদের এই ভাষাকে নিয়ে গর্ব করার।আজ এই দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

 2 days ago 

একুশ আমাদের চেতনার প্রতীক, আমাদের গৌরব। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তাদের এই মহান ত্যাগ আমরা কখনো ভুলব না। আমাদের দায়িত্ব হলো বাংলা ভাষাকে যথাযথভাবে সম্মান জানানো, এর শুদ্ধ চর্চা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

 2 days ago 

বাংলা ভাষার মতো সমৃদ্ধ ভাষা পৃথিবীতে খুব কম আছে। যদিও বাংলা ভাষা নতুন, কিন্তু তাও সাহিত্যের দিক থেকে এই ভাষা ভীষণ সমৃদ্ধ। আসলে যে ভাষায় রবীন্দ্রনাথ এবং নজরুল আছেন সেই ভাষার উপরে আর কোন ভাষা থাকতে পারে। আপনি একদম সঠিকভাবে বিষয়গুলি ব্যাখ্যা করেছেন ভাই। বাংলা ভাষা আমাদের অহংকার। আর এই ভাষাই আমাদের মাতৃভাষা বলে সারা পৃথিবীর মধ্যে এর সঙ্গে আমাদের সব থেকে বেশি আবেগ জড়িয়ে আছে। একুশ আমাদের অহংকার। সারা পৃথিবী এই বাংলা ভাষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65